দলপ্রীতি আর আর কাকে বলে, ছেলের নাম ‘আর্সেনাল’!
স্পোর্টস ডেস্ক: মানুষের প্রতি মানুষের ভালোবাসা, প্রিয় তারকার প্রতি ভক্তদের ভালোবাসা। তেমনই প্রিয় ক্লাব অথবা প্রিয় দেশের প্রতি মানুষের ভালোবাসার অনেক গল্প আছে। কিন্তু এবার প্রিয় ক্লাবের প্রতি ভালোবাসার অন্য রকম গল্প শোনালেন মোহাম্মদ ফারাহ।
মোহাম্মদ ফারাহ জন্ম সোমালিয়ায়। এ বৃটিশ দৌড়বিদ নিজেই একজন সেলিব্রেটি। প্রথম দৌড়বিদ হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫,০০০ ও ১০,০০০ মিটারে তিনবার স্বর্ণ জেতার রেকর্ড তার। বৃটেনের ইতিহাসে সেরা ক্রীড়াবিদ মনে করা হয় তাকে। অথচ তিনি নিজেই কিনা ইংলিশ ফুটবল ক্লাব আর্সেনালের বিশাল ভক্ত।
দলটিকে তিনি এতই ভালবাসেন, নিজের পুত্রের মধ্যনাম ‘আর্সেনাল’ রাখতে চান। কিন্তু স্ত্রীর আপত্তিতে সেটা সম্ভব হচ্ছে না বলে জানালেন তিনি। মোহাম্মদ ফারাহর স্ত্রীর তানিয়া। তিন কন্যা রায়হানা, আয়েশা ও আমানি। আর একমাত্র পুত্র হুসাইন। তিনি এ নামের সঙ্গে ‘আর্সেনাল’ শব্দটি যোগ করে তাকে ‘হুসাইন আর্সেনাল’ বলে ডাকতে চান। কিন্তু স্ত্রী তানিয়ার আপত্তিতে সেটা সম্ভব হচ্ছে না বলে জানালেন।
বৃটেনের জীবন্ত কিংবদন্তি এ দৌড়বিদ বলেন, আমি হুসাইনের মধ্যনাম ‘আর্সেনাল’ রাখতে চাই। কিন্তু তানিয়া এটা করতে দিচ্ছে না। আর্সেনাল ক্লাবটি আমি অনেক ভালবাসি। এটা আমার স্ত্রীও জানে। আর ৩২ বছর বয়সী ফারাহ নিজের সাফল্য নিয়ে বলেন, আমি কখনও ভাবিনি, অলিম্পিকে ডাবল চ্যাম্পিয়ন হবো। কিন্তু দেশের জন্য এটা করতে পেরে অনেক ভাল লাগে। সূত্র : মানবজমিন
১২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর