বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫, ০২:৪৭:৩৬

ওয়ানডে ক্রিকেটকে চিরবিদায় জানানোর ম্যাচে যা করলেন ইউনুস খান

ওয়ানডে ক্রিকেটকে চিরবিদায় জানানোর ম্যাচে যা করলেন ইউনুস খান

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটকে চিরবিদায় জানান এই জীবন্ত নক্ষত্র। ১৫ বছরের ক্রিকেট জীবনের যবানিকা টেনেছেন তিনি। ২০০০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে জীবনের প্রথম ওয়ানডে ম্যাচ খেলেন ইউনুস খান। জীবনের শেষ ম্যাচ খেলেন ইংল্যান্ডের বিপক্ষে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামকেই শেষ ম্যাচের জন্য সাক্ষী বানিয়ে রাখলেন তিনি। এদিন জয় পায় পাকিস্তান। ম্যাচ সেরা হন মোহাম্মদ হাফিজ। ব্যাটিংয়ে নামার সুযোগ হয় পাকিস্তানের ইউনুস খানের। তিনি ব্যাটিংয়ে এদিন সুবিধা করতে পারেননি ১৮ বলে ৯ রান করেন তিনি। টপলির বলে আদিল রশিদের (পাকিস্তানি বংশোদ্ভুত ইংলিশ ক্রিকেটার) হাতে ক্যাস দেন তিনি। এ দিন হয়তো বদলা হিসাবে ক্যাস নেয়াও সুযোগ পান ইউনুস খান। ব্যাটিংয়ে ভয়ঙ্কর হয়ে ওঠা হেলের ক্যাসটি লুফে নেন তিনি। জীবনের শেষ ওয়ানডে ম্যাচে এই ছিল তার উপহার। এখন সাবেকদের কাতারে চলে যাচ্ছেন ইউনুস খান। শিগগিরই ইউনুস খানকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে পাকিস্তান। ১২ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে