রিয়াদের রান আউট বির্তকে এবার মুখ খুললেন মাশরাফি
স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবকটিতে জিতে সফরকারী চিগুম্বুরাদের লজ্জার সাগরে ভাসিয়েছে স্বাগতিক বাংলাদেশ। সফরকারীদের বিপক্ষে জয়ী হয়ে আনন্দে ভাসলেও সিরিজের শেষ ম্যাচে মাহমুদুল্লাহর রান আউটটি এখনো বির্তকিত হয়ে আছে।
গতকাল (বুধবার) তৃতীয় ওয়ানডেতে মাহমুদুল্লাহ রিয়াদের রান আউট হওয়া-না হওয়া নিয়ে চলছে নানা বিতর্ক। আম্পায়ারের রায় নিয়ে মাঠের মাঝেই অসন্তোষ দেখা যায় জিম্বাবুইয়ান ক্রিকেটারদের মাঝে।
তবে ওই সময়কার নাজুক পরিস্থিতিটা সামাল দিতে বেশ বেগ পোহাতে হয় বাংলাদেশ দলের দলনেতা মাশরাফিকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ নিয়ে মাশরাফি বলেছেন, ‘ আমি প্রথমে তাদের বলছিলাম যে আম্পায়ারের সিদ্ধান্তই মেনে নিতে। দ্বিতীয়বার ওরা কি আলাপ করছিল, আমি ঠিক জানি না। আমি সবসময় বলতে চেয়েছি, প্লে দা গেম উইথ স্পিরিট।’
কিন্তু এরপরেও রিয়াদকে নট আউট ঘোষণাটা কোনভাবেই মানতে পারছিলেন না জিম্বাবুয়ের ক্রিকেটাররা। তবে তাদের মধ্যে কি আলাপ হয়েছিল সেটা না জানলেও শেষ পর্যন্ত আবারো খেলা শুরু করাকেই সমর্থন করছেন বাংলাদেশ দলের দলপতি বলেন, ‘আমি আসলে বুঝতে পারিনি। জানি না ওদের ভেতর কি আলাপ হচ্ছিল বা মানসিক অবস্থা কি ছিল। যেটাই হোক না কেন, ওদের যেটা করা উচিত ছিল, সেটাই করেছে। মাঠে ফিরে খেলাই ঠিক ছিল।’
১২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর