ক্রিকেটার শাহাদাতের বিষয়ে এবার যে সিদ্ধান্ত নিয়েছে আদালত
স্পোর্টস ডেস্ক : দলের অন্যরা যখন জিম্বাবুয়ে সিরিজে ব্যস্ত তখন নিজ কর্মের কারণে জেলের ভাত খেতে হয় ক্রিকেটার শাহাদাত হোসেনকে। বৃহস্পতিবার শাহাদাতের বিরুদ্ধে করা মামলায় জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
এই শুনানি শেষে সিদ্ধান্ত নেয়া হয় তার বিষয়ে। এখন টাইগাররা দৃষ্টি দিবেন বিপিএলের দিকে। আর সব কিছুই তাকিয়ে তাকিয়ে দেখবেন এই শাহাদাত। আর কি কখনো মাঠে ফিরতে পারবেন তিনি?
শাহাদাত হোসেন হয়তো এই বিষয়গুলো নিয়েই আনমনে ভাবছেন। বৃহস্পতিবার তার জামিনের বিষয়ে শুনানি হলেও কোনো সুসংবাদ নেই তার বিষয়ে।
শাহাদাতের জামিন আবেদন মঞ্চুর করেনি আদালত। তাকে ফের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। নিজ বাসার কাজের মেয়ে হ্যাপীকে নির্যাতন করেন শাহাদাত ও তার স্ত্রী।
চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম দিকে ঘটে এই ঘটনা। পরে মিরপুর থানায় মামলা দায়ের করা হয় তাদের বিরুদ্ধে। ৪ অক্টোবর আটক করা হয় এই মামলায় পলাতক থাকা শাহাদাতের স্ত্রী জেসমিনকে।
এর পরের দিন নিজেই আদালতে আত্মসমর্পণ করেন শাহাদাত। আদালতের আদেশে তারা দুই জনেই কারাগারে রয়েছেন। তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার কাজ চলছে।
১২ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর