তামিম-মুস্তাফিজ ও ইমরুলের মধ্যে ম্যাচ সেরা হতে পারেন কে?
স্পোর্টস ডেস্ক : খবরটা শুনেই হতবাক হয়ে যান তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ সেরা নির্বাচন করা হয়েছে তামিম ইকবালকে। নির্বাচকরা এই সিদ্ধান্তটা নিয়েছে। কিন্তু মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই বিষয়টি নিয়ে।
পাঠকদের সামনে ওই ৩ জনের সেদিনের পারফর্ম তুলে ধরার জন্যই এবারের প্রতিবেদন। বিচার বিশ্লেষণে আসছে এবার এই বিষয়টি। ওপেনিংয়ে সেদিন দারুণ সূচনা করেন দুই ওপেনার ইমরুল ও তামিম।
দুই জনেই ৭৩ রান করে আউট হয়েছেন। দুই জনেই স্টাম্পিংয়ের শিকার হয়ে আউট হন। ইমরুল ৯৫ বলে করেন ওই রান। ৬টি চার ও ৪টি ছয় মারেন তিনি।
তামিম ওই রান করেন ৯৮ বলে। সাত চার ও ১টি ছয় আসে তামিমের ব্যাটে। কোনো ক্যাস নিতে পারেননি এই দুইজন। এবার আসা যাক মুস্তাফিজের প্রসঙ্গে।
মুস্তাফিজ এ দিন ৫ উইকেট শিকার করেন। ভয়ঙ্কর হয়ে ওঠা জিম্বাবুয়ে শিবিরে ধস নামান তিনি। প্রতিপক্ষের ওপেনার চিগাম্বুরা ও চাকাভাকে লজ্জাজনকভাবে আউট করেন তিনি।
মুস্তাফিজ এদিন ৮ ওভার বল করেন। তিনি রান দিয়েছেন মাত্র ৩৪ টি। যৌক্তিক বিচারে তামিম-মুস্তাফিজ ও ইমরুলের মধ্যে ম্যাচ সেরা কে? এই ধাঁধাটির উত্তর নির্বাচকরা যেভাবে নিয়েছে তাতে সন্তুষ্ট নন অনেকে। এই ইস্যুতে পাঠকদের কাছ থেকে হয়তো মিলবে ভিন্ন ভিন্ন উত্তর।
তবে দেখার বিষয় নির্বাকদের সিদ্ধান্তকে বেশিরভাগ পাঠক সমর্থণ করেন কিনা?
১২ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর