স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যেকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। এই লড়াইয়ে সিরিজ সেরার পুরস্কার উঠেছে মুশফিকুর রহিমের হাতে।
মুশফিকুর রহিম এর আগে বাজে ফর্মে ছিলেন। অন্যদিকে কিপিং প্রসঙ্গে মন ভালো ছিল না তার। গোটা সিরিজে এক ধরনের ক্ষোভ বিরাজ করেছিল তার।
তবে এবার হয়তো ফুরফুরে মেজাজে আছেন তিনি। মুশফিকুর রহিম এই টুর্নামেন্টে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেছেন। তিনি ১৫৬ রান করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৪৯ রান করেছেন ইমরুল।
সর্বোচ্চ উইকেট পেয়েছেন মুস্তাফিজ। তিনি মোট ৮ টি উইকেট শিকার করেন। এর পরে পানিয়াঙ্গারা ও সাকিব সমান সংখ্যেক উইকেট নেন (৫টি করে)।
উইকেটের পেছনে দাঁড়িয়ে কম করেননি মুশফিক। ৩ টি ডিসমিস্যাল রয়েছে তার। এই বিবেচনায় ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন মুশফিক। যাইহোক এখন বেশ ছন্দে রয়েছেন তিনি। টি-টোয়েন্টিতেও হয়তো এই ছন্দময়ী মুশফিককে দেখা যাবে।
১২ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর