আইসিসিতে ৪ টাইগারের অনন্য রেকর্ড
স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে ৩ টি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলে বাংলাদেশ। ৩ টি ম্যাচেই জয় পায় বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে টাইগারদের ঝুলিতে এসেছে অনেক কিছুই।
দারুণ উন্নতি হয়ে মুস্তাফিজুর রহমানের। আইসিসির বোলিং র্যাঙ্কিংয়ে এক লাফে ২৫ ধাপ উন্নতি হয়েছে তার। বোলিংয়ে সাকিব রয়েছেন সেরা চারে। ওয়ানডেতে সেরা বোলার হিসাবে রয়েছেন নারিন, দ্বিতীয় স্থানে রয়েছেন স্টার্ক। তিন নম্বরে রয়েছেন বোল্ড। সাকিবের পরে রয়েছেন ইমরান তাহির।
তবে চার টাইগারের কীর্তিটা অবশ্য অন্য যায়গায়। বোলিং র্যাঙ্কিংয়ে রাজ্জাক, সানি, রুবেল ও মুস্তাফিজ রয়েছেন এক কাতারে। তারা যথাক্রমে ৩৮, ৩৯, ৪০ ও ৪১ নম্বরে রয়েছেন।
কয়েকদিন খেলেই মুস্তাফিজের নজর কাড়া উন্নতি হয়েছে। এভাবে খেললে সেরা দশে যেতে হয়তো বেশি সময় লাগবে না তার। সাকিবের প্রতিদ্বন্দ্বী হওয়ার জন্যই যেন ছুটছেন তিনি।
বোলিংয়ে মাশরাফি রয়েছেন ১৯ নম্বরে। আর নাসির রয়েছেন ৭৯ নম্বরে। রিয়াদ রয়েছেন ৮৭ নম্বরে।
১২ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর