বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫, ০৮:১৭:৪২

লিখিত গ্যারান্টি চাই: আফ্রিদি

 লিখিত গ্যারান্টি চাই: আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: ভারতে ক্রিকেট সিরিজ খেলতে যাওয়ার ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর লিখিত গ্যারান্টি চান শাহিদ আফ্রিদি। ডিসেম্বরে পাকিস্তানের সঙ্গে বহুচর্চিত সিরিজের আয়োজন করতে আগ্রহী বিসিসিআই, তবে সিরিজ থেকে প্রাপ্ত আয় ৫০-৫০ অনুপাতে বন্টন হবে-এমন রফার ভিত্তিতেই, মিডিয়ায় প্রকাশিত এহেন সংবাদে প্রতিক্রিয়া দিতে গিয়ে এই তারকা পাক ক্রিকেটার বলেছেন, আমরা ভারতে খেলতে যেতেই পারি। তবে প্রতিটি বিষয়ে আগে ভারতীয় বোর্ডের লিখিত গ্যারান্টি লাগবে, পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের এই বক্তব্য আমি সমর্খন করি। গতকাল বিসিসিআই পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, ডিসেম্বরে পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরশাহি গিয়ে খেলতে আগ্রহী নয় তারা। ভারতেই হতে পারে ওই সিরিজ। সে ব্যাপারেই আফ্রিদি একটি পাক সংবাদ চ্যানেলকে বলেছেন, আমার মনে আছে, ২০১২-১৩য় আমরা শেষ যখন ভারতে গিয়েছিলাম, বিসিসিআই কোটি কোটি টাকা আয় করেছিল। আমরা কিছুই পাইনি। তবে এবার বিসিসিআই লিখিত ভাবে জানাক, ভারতে সিরিজ হলে আয়ের ভাগ পাকিস্তানকেও দেওয়া হবে, তবেই আমরা যেতে পারি। ভারত-পাক ক্রিকেট যোগাযোগ জিইয়ে তোলা জরুরি এবং পাক ক্রিকেট বোর্ড ডিসেম্বরে দু দেশের সিরিজ করার ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করেছে বলে দাবি করে আফ্রিদির অনুযোগ, বিসিসিআই-ই এ ব্যাপারে গড়িমসি করেছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার পরই একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তে তাঁর কোনও দুঃখ নেই বলে জানান আফ্রিদি। বলেন, সঠিক সময়েই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার মত হল, ভাল না লাগলে কোনও ফর্মাটেই একটানা খেলে যাওয়া সুবিবেচনাপ্রসূত নয়।-এবিপি আনন্দ ১২ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে