তিন পেসারে ফিরবে বাংলাদেশ?
স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে তিন পেসার নিয়ে দল সাজিয়ে জিতেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই পেসার নিয়ে খেলে মাশরাফি বিন মুর্তজার দল হারে দুই ম্যাচেই। এবার জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিন পেসারেই ফিরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক।
আগামী শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলবে বাংলাদেশ। তার আগের দিন সংবাদ সম্মেলনে একাদশ সম্পর্কে আভাস দেন মাশরাফি।
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপস্থিতিতে স্পিন আক্রমণের নেতৃত্বে দিতে হবে বাঁ হাতি স্পিনার আরাফাত সানিকে। পঞ্চম বোলার হিসেবে অফ স্পিন অলরাউন্ডার নাসির হোসেনকে ব্যবহার করবেন মাশরাফি।এছাড়া মাহমুদউল্লাহর অফ স্পিন ও সাব্বির রহমানের লেগ স্পিনও ব্যবহার করতে পারেন অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচেই মাশরাফির সঙ্গী ছিলেন মুস্তাফিজুর রহমান। এবার তাদের সঙ্গী হতে পারেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো বোলিং করা আরেক পেসার আল আমিন হোসেন।
“তিন জন পেসার নিয়ে আমরা এখনও পর্যন্ত সফল হয়েছি। এই বছর বেশির ভাগই ম্যাচই এভাবে জিতেছি।”
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আট ব্যাটসম্যান নিয়ে খেলে বাংলাদেশ। সেই ম্যাচে ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৩৮ রানে অলআউট হয়ে যায় তারা।
“দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচে ৮ ব্যাটসম্যান, ১ স্পিনার ও ২ পেসার ছিল, আমরা ম্যাচটা হেরেছি।”
পাকিস্তানের বিপক্ষে সাকিবসহ ৭ ব্যাটসম্যান, তিন পেসার ও এক স্পিনার নিয়ে খেলে জিতে বাংলাদেশ। আবারও এভাবেই দল দল সাজানোর ইঙ্গিত দিয়েছেন মাশরাফি, “প্রতিপক্ষের দুর্বলতা চিন্তা করতে হবে, কিন্ত নিজেদের শক্তির জায়গাটাও ভাবতে হবে।”-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
১২ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস
�