বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫, ০৮:৫১:২০

ইমরুলের ১৬ ধাপ, মুস্তাফিজের কত?

ইমরুলের ১৬ ধাপ, মুস্তাফিজের কত?

স্পোর্টস ডেস্ক : আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে ১৬ ধাপ এগিয়েছেন ইমরুল কায়েস। প্রশ্ন জাগতে পারে, তাহলে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের কত? তবে হ্যাঁ এটাও জানা যাবে। ২৫ ধাপ এগিয়েছেন মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ের বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজের প্রথম ম্যাচে উইকেট না পেলেও পরের দুই ম্যাচে যথাক্রমে ৩ ও ৫ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। গত জুনে ওয়ানডে অভিষেক হওয়া মুস্তাফিজ এ পর্যন্ত খেলেছেন মাত্র ৯টি ওয়ানডে। ৩ ম্যাচে মাত্র দুটি উইকেট পেলেও বাঁ-হাতি স্পিনার আরাফাত সানি ১৩ ধাপ এগিয়ে ৩৯ নম্বরে। সানির ঠিক ওপরে আছেন জাতীয় দল থেকে বাদ পড়া বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক। মুস্তাফিজের ঠিক উপরে ৪০ নম্বরে আছেন চোট নিয়ে বাইরে থাকা পেসার রুবেল হোসেন। জিম্বাবুয়ে সিরিজে ৪ উইকেট নিয়ে অফ স্পিনার নাসির হোসেন এগিয়েছেন ১৬ ধাপ। তিনি আছেন ৭৯তম স্থানে। বোলার হিসেবে সাকিব আল হাসানের অবস্থান চারে। ব্যাটিংয়ে যৌথভাবে ১৭ নম্বরে সৌম্য ও মুশফিক। তামিম ইকবাল ২৬ নম্বরে। সাকিব আল হাসান ৩২ ও নাসিরের অবস্থান ৩৯ নম্বরে। ইমরুল কায়েস ১৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন সেরা ১০০-তে। তার অবস্থান ৯৮। তবে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সাকিব যথারীতি শীর্ষেই আছেন। ৬ ধাপ এগিয়ে ১৪ নম্বরে নাসির হোসেন। ১২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে