টাইগারদের নিশানা এখন বাজপাখির মতো
স্পোর্টস ডেস্ক : আজ থেকে প্রায় ৩০ বছর আগে যখন বাংলাদেশের দামাল ছেলেরা মাঠে নামেন ১৯৮৬ সালের ৩১ মার্চ ইতিহাসে প্রথম বারের মত আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট ম্যাচ খেলতে, সেদিন হয়তো কেউই একথা চিন্তা করেনি আগামী দিনে আমাদের দেশের এক একটি খেলোয়াড় মানুষ রূপের উড়ন্ত বাজ পাখির মতো উড়ে উড়ে ধ্বংসের থাবা মারবে প্রতি পক্ষের শিবিরে।
আজ ১২ই ডিসেম্বর, ২০১৫ সাল। মাঝে কেটে গিয়েছে প্রায় ৩০টি বছর এরই মাঝে বদলে গেছে বাংলাদেশ ক্রিকেটে এক আমুল পরিবর্তন। ১৯৮৬ সালের ৩১ মার্চ সেদিনের সেই ১ম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন গাজী আশরাফ। আজ হয়তো তিনি খুবই অবাক হন নতুন নতুন টাইগার দের এই খেলা দেখে মাত্র ৩০ বছরেই এই ছোট ছোট মানুষ গুলো যেন এক একটি নেকড়েতে পরিনত হয়েছে।
তবে আজকে এই নেকড়েতে পরিনত হয়ে উঠতে মাঝে কেঁটে গেছে অনেকগুলো দিন। অনেকেরই ধারনা ডেভ হোয়াটমোর যখন বাংলাদেশের কোর্চ ছিলেন তখন থেকেই এই নেকড়েগুলোর মাঝে পরিপূর্ণতা আসতে শুরু করে। বাড়তে শুরু করে তার আগাতের ক্ষীপ্রতা আর প্রখরতা। যার ফলে এই নেকড়েগুলো আজকের দিনে বিস্ময়কর কিছু করে দেখান বা দেখাচ্ছেন বর্তমান কোচ 'চান্দিকা হাতুরিসিংহে'র দেখানো পথ ধরে।
এক একটি সিরিজ তার অতিক্রম করছে আর রপ্ত করছে এক একটি কৌশল। এরই মাঝে পাখির মতো উড়ার কৌশলটাও অর্জন করে ফেলেছে। না, অবাক হওয়ার মতো কিছু ঘটেনি। হ্যাঁ, সত্যিই যেন উড়তেও শিখেছে আমাদের টাইগাররা। বর্তমান বাংলাদেশ দলের অন্যতম শ্রেষ্ঠ ফিল্ডার সাব্বির রহমান প্রতিপক্ষ শিবিরে অসামান্য উড়ন্ত থাবাই যেন তার সাক্ষ্য বহন করে।
গতকাল বুধবার সমাপ্ত হল জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচ। আর এই ম্যাচে সাব্বির রহমান রুম্মানের একটি উড়ন্ত থাবা ক্রিকেট প্রেমি সকলে হৃদয় জয় করে নিয়েছে। জিম্বাবুয়ের ইনিংসের ৪১তম ওভারে মুস্তাফিজের একটি অসাধারন বল মিডঅনে ফ্লিক করতে যেয়ে অনেকটাই বোকা বনে যান ব্যাটসম্যান সিকান্দার রাজা, বল ব্যাটের কানায় লেগে উঠে যায় আকাশে। আর বলটিকে আকাশে ভাসতে দেখেই হঠাৎ যেন পালটে গেলেন সাব্বির, মিড অন থেকে দৌড়ে এসে মুস্তাফিজের বোলিং প্রান্তে পড়তে থাকা বলটিকে এক প্রকার বাজপাখির মতো তালুবন্দি করতে শূণ্যে গা ভাসিয়ে দিলেন। আর বাঘের অমন উড়তে থাকা ভঙ্গি দেখে বলটিও যেন পোষ মানা বিড়ালের মতই আলতোভাবে তালুবন্দী হয়ে গেল সাব্বিরের। আউট হলেন রাজা, সাব্বির আরো একবার দেখালেন বাঘ উড়তেও পারে।
১২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�