শচীন–সৌরভ বাইশ গজে কিন্তু শেষটা ভাল হল না
স্পোর্টস ডেস্ক : শেহবাগের উইকেটটা পড়তেই হিউস্টনের ২৮,০০০ দর্শক স্তব্ধ। না, হতাশা নয়, আনন্দে। কারণ আসতে চলেছে মাহেন্দ্রক্ষণ। ব্যাট হাতে বাঁ–হাতি ভদ্রলোক অবশেষে ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসতেই গ্যালারি উত্তাল। আবার যেন ফিরে এল সেই পুরনো দিন। ব্যাট হাতে বাইশ গজে শচীন–সৌরভ। ওপেনিংয়ে নাই বা হোক, একসঙ্গে তাদের দেখেই দর্শকেরা যাবতীয় মজার স্বাদ নিয়ে নিলেন। তবে শেষটা ভাল হল না।
প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ড্যাং ড্যাং করে জিতল ওয়ার্ন’স ওয়ারিয়র্স। ৫৭ রানে হেরে ম্যাচের সঙ্গে সিরিজও হাতছাড়া করল শচীন’স ব্লাস্টার্স। এদিন টসে জিতেও ওয়ার্নের দলকে ব্যাট করতে পাঠান শচীন। কিন্তু তার সিদ্ধান্ত কিছুক্ষণের মধ্যেই ভুল প্রমাণিত হয়। প্রথম ম্যাচের মতোই এদিনও ব্যাট হাতে তাণ্ডবনৃত্য করলেন কুমার সাঙ্গাকারা (৩০ বলে ৭০) এবং রিকি পন্টিং (১৬ বলে ৪১)। যোগ্য সঙ্গত জাক কালিসের (২৩ বলে ৪৫)। তাদের সৌজন্যেই নির্ধারিত ওভারে ৫ উইকেটে ২৬২ রানের পাহাড়প্রমাণ স্কোর খাড়া করে ওয়ারিয়র্স।
জবাবে ভাল শুরু করেও জলদি ফিরে যান বীরেন্দ্র শেহবাগ (১৬)। প্রথমবার সৌরভ নামলেও তিনিও দলকে সেভাবে সাহায্য করতে পারেননি (১২)। শেষদিকে চালিয়ে খেলে ব্লাস্টার্সকে ২০০–র গণ্ডি পেরোতে সাহায্য করেন শন পোলক (২২ বলে ৫৫)। ওয়ারিয়র্সের সফলতম বোলার অ্যান্ড্রু সাইমন্ডস (৪/৭০)। ম্যাচের ফলাফল যাই হোক, সাবেক ক্রিকেটাররা যেখানেই খেলতে যাচ্ছেন, সেখানেই ভিড় উপচে পড়ছে।
বৃহস্পতিবারও তার ব্যতিক্রম নয়। ম্যাচের পর শচীন বলেই ফেললেন, ‘প্রায় ২৮,০০০ দর্শক আজ মাঠে এসেছেন। এটা একটা অসাধারণ ব্যাপার। আশা করি তৃতীয় ম্যাচেও লস এঞ্জেলেসেও এরকম সমর্থক দেখতে পাব। আমি দর্শকদের কাছে ধন্য।’ শচীনের সুরে সুর মিলিয়েই ওয়ার্নও বলেন, ‘আমি যদিও মানুষের এই আগ্রহে খুব একটা অবাক নই। যখন আমি আর শচীন মিলে এই লিগটার ব্যাপারে কথা বলি, তখনই ধরে নিয়েছিলাম প্রচুর লোক আসবে।’
দুই ইনিংসে ৪৫০–এরও বেশি রান হয়েছে। এ সম্পর্কে ওয়ার্নের মত, ‘রান দেখেই বোঝা যাচ্ছে কতটা ভাল পিচ ছিল। আজ ক্রিকেটের জয় হল।’ ম্যাচের সেরা সাঙ্গাকারা জানিয়েছেন, ‘হিউস্টনের মানুষকে অসংখ্য ধন্যবাদ। আজ খেলে খুবই আনন্দ পেয়েছি। শচীন আর ওয়ার্নকেও ধন্যবাদ এরকম একটা লিগ করার জন্য।’
১৩ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস