যে কারণে পণ্ড হলো ব্রাজিল-আর্জেন্টিনার মহাকাব্যিক ফুটবল ম্যাচ
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ কোয়ালিফায়ারে ব্রাজিল বনাম আর্জেন্তিনার ম্যাচটির দিকে তাকিয়ে ছিল গোটা ফুটবল বিশ্ব৷ কিন্তু সবাইকে হতাশ করে বাতিল হল দক্ষিণ আমেরিকার দুই হেভিওয়েটের লড়াই৷
ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাতে পরস্পরের মুখোমুখি হওয়ার কথা ছিল তাদের৷ কিন্তু বুয়েনস আইরেসের রিভারপেল্টের বিখ্যাত মনুমেন্টাল স্টেডিয়ামে খেলার আগেই প্রচন্ড বৃষ্টির জন্য মাঠের মধ্যে জল জমে যায়৷ যার জেরে বাতিল করতে হয় ম্যাচটি৷
আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানান হয়, ‘খারাপ আবহাওয়ায় খেলা সম্ভব নয়৷ বুয়েনস আইরেসে প্রচন্ড বৃষ্টির জন্য তাই ম্যাচটি বাতিল করা হল৷’খেলা শুরুর ৪০ মিনিট আগেই ম্যাচটি বাতিল বলে ঘোষণা করা হয়৷ পরিবর্তিত সূচী অনুযায়ী শুক্রবার খেলাটি হবে৷
ব্রাজিল-আর্জেন্টিনার সুপারক্লাসিকোতেই কোপা আমেরিকায় নির্বাসিত হওয়া বার্সেলোনা সুপারষ্টার নেইমার ব্রাজিলের হয়ে প্রত্যাবর্তন করতে চলেছেন৷
উল্টোদিকে দুই ম্যাচে এক পয়েন্ট পাওয়া মেসির দেশ তাদের প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামবে৷ যদিও চোটের জন্য মেসি-আগুয়েরো-তেভেজের মতো খেলোয়াড়কে এই ম্যাচে পাবেন না আর্জেন্তাইন কোচ জেরার্ডো মার্টিনো৷-কলকাতা
১৩ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর