ইংল্যান্ডের বিপক্ষে নিশ্চিত এই বিশ্বরেকর্ডটি গড়বেন পাকিস্তানি নতুন মুখ!
স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে পাকিস্তান কতটা যে ব্যতিক্রম যেটা জানা গেল এবার। পাকিস্তান আগাম ঘোষণা একটি ঘোষণা দিয়েছে যে, নিশ্চিত এইটি রেকর্ডটি সৃষ্টি করবে তারা!
তবে এখানে বাধা দেয়ার সুযোগও নেই আইসিসি কিংবা প্রতিপক্ষ কোনো ক্রিকেট খেলুড়ে দেশের। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচেই নাকি অনন্য নজির স্থাপন করবে পাকিস্তান।
৩৯ বছর বয়সী পাক ক্রিকেটার রাফাতুল্লাহ মোহাম্মদকে ফিরিয়ে এনে বিশ্ব রেকর্ড করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ৩৯ বছর বয়সে ঘরোয়া ক্রিকেট থেকে দূরে সরে যান রাফাতুল্লাহ।
কিন্তু পরে ক্রিকেটে ফিরে এসে অসাধারন খেলেন তিনি। সম্প্রতি পাকিস্তানের ঘরোয়া আসরে উজ্জ্বল ক্রিকেট উপহার দেন রাফতুল্লাহ। পেশোয়ারের হয়ে মাঠ কাঁপান তিনি।
সম্প্রতি পাকিস্তানের হায়ার মোবাইল টি-টোয়েন্টি কাপে ২৩০ রান করে তাক লাগান রাফাতুল্লাহ। এখানে তার স্ট্রাইক রেট ছিল ১৫৭. ৫৩। প্রথম শ্রেনীর ম্যাচে ৩০২ রানেও অপরাজিত ছিলেন তিনি।
এই বয়সে দারুণ ক্রিকেট খেলার কারণে সন্মান প্রদর্শন হিসাবে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলার সুযোগ দেয়া হচ্ছে তাকে। রাফাতুল্লাহ নাকি ওপেনার হিসাবে ইংলিশদের বিপক্ষে মাঠে নামবেন। তবে এখন সেটা দেখার অপক্ষো।
রাফাতুল্লাহর অভিষেক হলে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটারের অভিষেক হওয়ার রেকর্ড করবে পাকিস্তান। অন্যদিকে ব্যক্তি হিসাবে এই রেকর্ড হবে রাফাতুল্লাহর।
১৩ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর