বড় ধরনের দুঃসংবাদ পেলেন সাঈদ আজমল
স্পোর্টস ডেস্ক : মোটেই বিপদ কাটল না পাকিস্তানের তারকা বোলার সাঈদ আজমলের। আজমল বোলিংয়ে নতুনত্ব নিয়ে এসে ঝড় তুলেন ক্রিকেট বিশ্বে।
ক্রিকেটে আসার অল্প সময়ের ব্যবধানেই বিশ্বের নাম্বার ওয়ান বোলার হিসাবে স্বীকৃতি পান সাঈদ আজমল। তার কীর্তি এখনো ঝুলে আছে আইসিসির রেকর্ডবুকে।
তবে কয়েকদিন আগে আইসিসির কড়া সমালোচনা করেন আজমল। জীবন যে কত বেদনার হতে পারে সেটা এখন টের পাচ্ছেন তিনি। হয়তো আর কোনো দিন জাতীয় দলে দেখা যাবে না তাকে।
আজমল অভিযোগ করেন, আইসিসি অফ স্পিনারদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিশেষ করে পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে। আজমল তার ও বিলাল আসিফের প্রসঙ্গ টানেন।
আজমল কয়েকদিন আগে নিজ দেশের একটি টেলিভিষণে দেয়া সাক্ষাৎকারে বলেন, অনেক বোলারের হাত বল করার সময় ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়। তিনি হরভজনের নাম টানেন এ প্রসঙ্গে।
কিন্তু তার এই সমালোচনাকে ভালো দৃষ্টিতে দেখেনি আইসিসি ও পিসিবি। তার সাথে সব চুক্তি বাতিল করেছে পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খান এ বিষয়ে , তার মন্তব্যে আমরা কষ্ট পেয়েছি।
তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এই তিনি আর পিসিবির তালিকাভুক্ত ক্রিকেটার নন।
১৩ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�