শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ১০:১৯:৪৭

ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার বিষয়ে যা বললেন মিসবাহ

ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার বিষয়ে যা বললেন মিসবাহ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ তার ক্যারিয়ারের শেষ দিকে এসে বেশ আগ্রাসী হচ্ছেন। পাকিস্তান শিগগিরই মাঠে নামে জিম্বাবুয়ের বিপক্ষে। এর পরে আরব আমিরাতে ইংলিশদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান।

অ্যাসেজ সিরিজে হেরেছে ইংল্যান্ড। তৃপ্তির সাক্ষাৎ পাওয়ার জন্য পাকিস্তানের বিপক্ষে ক্রিকেট লড়াইয়ে মাতবে তারা। পাকিস্তান এর আগে ইংল্যান্ডকে ৩-০ তে হারিয়ে টেস্ট সিরিজ জেতে।

সাকিস্তান সার্বিকভাবে ভালো করছে। কয়েকটি সিরিজ ধরে জয়ের ধারায় রয়েছে তারা। ২০১২ সালে আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে এভাবে জয় পায় পাকিস্তান।

ঠিক একই ভেন্যুতে ফের ক্রিকেট যুদ্ধ বলে আসছে সে প্রসঙ্গ। পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ কথা বলেছেন সে বিষয়টি নিয়ে। তিনি বলেছেন সে বারের বিষয়টি প্রভাব ফেলতে নাও পারে তবে জয়ের কোনো বিকল্প আমরা পাবছি না।

ইংল্যান্ড টিমে বেশ কয়েকজন তরুণ প্রতিভাবান ক্রিকেটার রয়েছে বলে মনে করেন তিনি। ইংল্যান্ড দলে সুযোগ পাওয়া নবীন ক্রিকেটারদের নিয়ে ভাবছেন মিসবাহ।

মিসবাহ বলেন, ইংল্যান্ডের তরুণরা অ্যাসেজ সিরিজে ভালো করেছে। তারা আমাদের বিপক্ষে ভালো করলে বেশ লড়াই হবে গোটা সিরিজে। ২০১০ থেকে পাকিস্তানের অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন মিসবাহ।
১৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর     

 

 
 

 

 

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে