নিজ দলে যাদের হাতিয়ার হিসাবে পেয়েছেন আফ্রিদি, বাদ পড়েছেন যারা
স্পোর্টস ডেস্ক : ওয়ানডে লড়াই শেষে পাকিস্তান ইংল্যান্ডের বিপক্ষে ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এই লক্ষ্যে দল ঘোষণা করা হয়েছে। নানা নড়চর রয়েছে পাকিস্তানের এই দল ঘোষণায়।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের বেশ কয়েকটি অভিনব সিদ্ধান্ত রয়েছে এখানে। পাকিস্তানের গত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ম্যাচ সেরা হওয়া ওমর আকমলকে দলে নেয়া হয়নি দলে। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বেশিরভাগ নতুন খেলোয়াড়কে হাতিয়ার হিসাবে পেয়েছেন আফ্রিদি।
১৫ সদস্যর দল ঘোষণায় ৩৯ বছর বয়সী এক নতুন মুখকে নেয়া হয়েছে। তিনি হলেন রিফাত উল্লাহ। ঘরোয়া ক্রিকেটে অসাধারণ খেলায় দলে নেয়া হয়েছে তাকে। মোহাম্মদ আমের ও কামরান আকমল বাদ পড়াদের তালিকায় রয়েছেন। ইয়াসিরের মত তারকা নেই পাকিস্তানের টি-টোয়েন্টি দলে।
বিপিএল খেলতে আসার জন্য অপেক্ষায় থাকা ইমাদ ওয়াসিমকে দলে নেয়া হয়েছে। এ মাসের ২৬ তারিখ থেকে শুরু হবে বিপিএলের লড়াই। নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে আফ্রিদির নেতৃত্বে টি-টোয়েন্টি লড়াইয়ে নামবে পাকিস্তান।
এক নজরে পাকিস্তানের টি-টোয়েন্টি দল: শহিদ আফ্রিদি (অধিনায়ক), সরফরাজ আহমেদ, আহমেদ শেহজাদ, শোয়েব মাকসুদ, ওয়াহাব রিয়াজ, শোয়েব মালিক, রিফাতউল্লাহ মোহাম্মদ, ইমাদ ওয়াসিম, আমির ইয়ামিন, ইমরান খান (জুনিয়র), সোহেল তানভির, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ইরফান, আনোয়ার আলী, মোহাম্মদ হাফিজ, ইফতিখার আহমেদ।
২৩ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর