মিরপুরে এ কি করলেন টাইগার দলের তিন আইকন খেলোয়াড়
স্পোর্টস ডেস্ক: সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয়ের জন্য ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অহেতুক শট হাঁকিয়ে একের পর এক উইকেট খোয়ালো টাইগার দলের এই তিন আইকন খেলোয়াড়। একে একে সাজঘরে ফিরে গেলেন মুশফিকুর রহিম, নাসির হোসেন ও তামিম ইকবাল। ৩১, ২, ১৬ এগুলো হলো এই তিন বিপিএলে আইকন খেলোয়াড়ের রান স্কোর।
জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। খেলার শুরু একই ওভারে দুই উইকেট হারায় বাংলাদেশ। উইকেট দুটি নাসির হোসেন ও তামিম ইকবালের।এর দুর্ভাগ্য এনামুল হকের। ওয়ানডেতে সুযোগ পান নি। প্রথম টি-টোয়েন্টিতে খেলতে নামলেন। ১ রান করলেন। কিন্তু তারপরই রান আউট হলেন। সাব্বির রহমান এসে তামিমের সাথে যোগ দিলেন। দুজনে মিলে সামলে নিলেন প্রাথমিক ধাক্কাটা। ৩৯ রানের জুটি হলো। এর পর ভাংরো জুটি। সিজোরোর বলে আরভিনের তালুবন্দি হলেন সাব্বির। এর ২রান পরই ফিরে এলেন মুশফিকুর রহিম (২)। গ্রায়েম ক্রেমারের বলে সিকান্দার রাজাকে ক্যাচ দিয়েছেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ ওভার শেষে ৫ উইকেটে ১১০ রান বাংলাদেশের। উইকেটে দুই নতুন ব্যাটসম্যান মাহমুদুল্লাহ ও লিটন দাস।
১৩ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�