শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫, ০৮:২১:০০

মাশরাফিদের দাপুটে জয়

মাশরাফিদের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে ক্রিকেটের দাপটটা ধরে রেখে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট টি-টোয়েন্টি ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখলেন মাশরাফি বাহিনী। দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শুক্রবার জয়ের জন্য ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭ ওভার ৪ বলে ৬ উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান সংগ্রহ করে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার তামিম ইকবাল। এছাড়া সাব্বির রহমান ১৮ ও লিটন দাশ ১৭ রান করেন। মাহমুদুল্লাহ রিয়াদ ২২ ও মাশরাফি বিন মর্তুজা ১৫ রানে অপরাজিত ছিলেন। দলীয় ৬ রানের মাথায় রান আউট হয়ে ফিরে গেছেন ওপেনার এনামুল হক। দলীয় ৪৫ রানের মাথায় ১৬ বলে ১৮ রান করে কিসেরোর বলে আরভিনের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন সাব্বির রহমান। ২ রান করে দলীয় ৫৪ রানে ক্রেমারের বলে আউট হয়েছেন মুশফিকুর রহিম। এরপর নাসিরের সঙ্গে ২৫ রানের জুটি গড়েন তামিম ইকবাল। ৭৯ রানের নাসির হোসেন (১২) ও ৮০ রানে তামিম ইকবাল (৩১) আউট হয়েছেন। ১৭ রান করে দলীয় ১১৮ রানের মাথায় কিসেরোর বলে আউট হয়েছেন লিটন দাশ। এর আগে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভার ৩ বলে ১৩১ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। জিম্বাবুয়ের পক্ষে ৪টি চার ও ৬টি ছয়ের সহায়তায় ৩১ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন ম্যালকম ওয়ালার। এছাড়া ক্রেইগ আরভিন ২০ ও শ্যেন উইলিয়ামস ১৫ রান করেন। বাংলাদেশের পক্ষে মাশরাফি, আল-আমিন, মুস্তাফিজ ও জুবায়ের ২টি করে উইকেট নেন। এছাড়া নাসির ও মাহমুদুল্লাহ ১টি করে উইকেট পান। শুক্রবার বিকেল ৫টায় ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টসে জিতে জিম্বাবুয়েকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। একই মাঠে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, এনামুল হক, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও জুবায়ের হোসেন। ১৩ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে