স্পোর্টস ডেস্ক : সেই আবদুর রাজ্জাকের কথা বলছি যিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের এক সময়ের দেশ সেরা বোলার ছিলেন। দীর্ঘদিন ধরে মাঠের বাইরে তিনি। জাতীয় লিগে অংশ নেয়া ছয়টি দলের একটি দলের সেনাপতি হয়েছেন তিনি। শুক্রবার সকালে মাঠে নামেন রাজ্জাকরা। বল হাতে দেখান দেখান অসাধারন প্রদর্শনী।
ঢাকা বিভাগের বিপক্ষে মাঠে নামে খুলননা। খুলনার হয়ে আবদুর রাজ্জাকের বলে উড়ছে আগুন, যেন তা কল্পনাকে চমকে দেবে! আবদুর রাজ্জাক যখন ৫ ওভার বল করেন তখনই মেলে এই চিত্র।
৫ ওভার বল করে তিনি রান দিয়েছেন মাত্র ৪টি। এখানেই নয় চারটি ওভার মেডেন নিয়েছেন তিনি। এ কোন আবদুর রাজ্জাক! যেন নিজের অদ্ভুত রুপ মেলে ধরলেন তিনি।
রাজ্জাকের সাথে খুলনার বোলিং হাতিয়ার হিসাবে রয়েছেন মুস্তাফিজ ও সাকিব আল হাসান। এই খুলনা যে কতটা শক্তিশালী টিম তা ধরেই নেয়া যায়।
রাজ্জাক ও মুস্তাফিজের ভাগাভাগিতে দুই উইকেট হারিয়েছে ঢাকা বিভাগ। রানের দেখা যেন মিলছে না। ২২ ওভার খেলা শেষে মাত্র ৫৫ রান করেছে ঢাকা বিভাগ।
১৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর