স্মৃতিপটে মাশরাফির সেই ছক্কাটি
স্পোর্টস ডেস্ক: সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয়ের জন্য ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাসির হোসেন, এবং মাহমুদউল্লাহ রিয়াদের মত চার আইকন ক্রিকেটার যখন একে একে সাজঘরে ফিরে যান তখন অনেকটাই চাপে পড়ে যায় বাংলাদেশ। ঠিক তখনই ব্যাট হাতে এগিয়ে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। তার বোলিং ও ব্যাটিং সুবাদে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে দুই ম্যাচ সিরিজে এগিয়ে যায়ে টাইগারা দল। যদিও বাংলাদেশের জয়টা সহজ ছিল না। ১৩২ রানের ছোট লক্ষ্যে খেলতে নেমে ৮০ রানেই পথম সারির ৫ উইকেট হারিয়ে ম্যাচ কঠিন করে ফেলেছিল বাংলাদেশ। তখন ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক মাশরাফি। টাইগার এই অধিনায়কের ছক্কাটা স্মৃতিপটে রয়ে গেল ভক্তদের।
শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে ঢাকা মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মুর্তজা। নিজের সিদ্ধান্তের যথার্থতা নিজেই প্রমাণ করেন। দলীয় ১০ রানের মাথায় তিন উইকেটের পতন হয় জিম্বাবুয়ের। একে একে সাজঘরে ফেরেন সিকান্দার রাজা, রেজিস চাকাভা ও এলটন চিগুম্বুরা। এদিন মাত্র চার ওভার বল করে দুইটি উইকেট দখল করেন মাশরাফি।
১৩ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস