মাশরাফি যা চেয়েছিলেন
স্পোর্টস ডেস্ক : টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠিয়ে মাত্র ১৩১ রানে বেধে ফেলার পর ভেবেছিল বাংলাদেশের জয়টা খুব সহজেই আসতে যাচ্ছে। কিন্তু সব সময় তো আর ভাবনার সাথে বাস্তবের মিল হয় না। বাংলাদেশ জিতলেও জয়টা খুব সহজ ছিল না। এমনটা চাননি মাশরাফি বিন মুর্তজা। চেয়েছিলেন আরো সহজে।
শঙ্কার কালো মেঘ ভর করেছিল বাংলাদেশের সমর্থকদের ওপর।
সমর্থকদের মতো শঙ্কাটা ছিল অধিনায়ক মাশরাফির মাঝেও। ম্যাচ শেষে সেটাই ফুটে উঠলো তার কথায়।
জিতলেন বটে, কিন্তু এমন ব্যাটিং কি প্রত্যাশা করেছিলেন? মাশরাফির ঝটপট উত্তর, না, এমন ব্যাটিং সত্যিই প্রতাশা করিনি। ১৩১ রান চেজ করতে গিয়ে এমন ব্যাটিং চাইনি। আরেকটু নরমাল ব্যাটিং করলে হয়তো সহজে জয়টা পেতাম। উইকেটও কম হারাতাম।
তবে যা কিছুই বলেন না কেন মাশরাফির কাছে জয়টাই বড় বিষয়। শেষ পর্যন্ত আমরা জিতেছি। এটাই বড় পাওয়া। আসলে জয়টা আগেই চেয়েছি আমরা। এমন ব্যাটিং না করার জন্য পরের ম্যাচে কিন্তু সুযোগটা আছে। আশা করছি, আমরা সবাই প্ল্যান করেই কাজ করব, যাতে জয়টা আরো সহজে আসে।
১৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�