টি-টোয়েন্টির গ্লামারটা বুঝে গেলেন টাইগাররা
স্পোর্টস ডেস্ক: তিন ফরম্যাট ক্রিকেটের মধ্যে সংক্ষিপ্ততম ফরম্যাট টি-টোয়েন্টিতে অতীত ইতিহাস মোটেও ভালো নয় টাইগারদের। যার প্রমান মিলে গত জুলাই মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের ঘরে মাঠে টি-টোয়েন্টি ম্যাচের দুই ম্যাচ পরাজয়ের মধ্যে দিয়ে। ওয়ানডে ক্রিকেট খেলাটা বাংলাদেশ ভালোভাবে বুঝেলও বুঝে উঠতে পড়েনি টি-টোয়েন্টির গ্রামারটা। এতদিন এমনটাই সমালোচনা হয়ে আশছিলো ক্রিকেটভক্তদের মধ্যে। অবশেষে আজ মাশরাফিরা ক্রিকেটভক্তদের বুঝিয়ে দিয়েছেন আমরাও ক্রিকেটের ছোট্ট ফরম্যাটে টি-টোয়েন্টির গ্লামারটা বুঝি।
শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে টাইগাররা। জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে ১-০ তে লিড নিয়েছে স্বাগতিকরা। ১৩২ রানের টার্গেটে নেমে ১৪ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মাশরাফি-তামিম-মুশফিক-মুস্তাফিজরা।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ পরাজয়টি যে আড়াই বছর আগের ঘটনা! এর পর সব মিলিয়ে দুই দল ১৩ বার মুখোমুখি হয়েছে। প্রতিটি ম্যাচেই জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ পরাজয়টি ছিল টি-টোয়েন্টিতে। আজ বোলিংয়ে আর ব্যাটিংয়ে বাংলাদেশ খানিকটা খুঁড়িয়েছে জিম্বাবুয়েকে টি-টোয়েন্টির গ্লামারটা বুঝিয়ে দিয়েছেন মাশরাফি বাহিনী।
১৩ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস