শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫, ১১:০০:২১

ওরা ১৬ জনও খেলতে পারবে আসন্ন বিপিএল

ওরা ১৬ জনও খেলতে পারবে আসন্ন বিপিএল

স্পোর্টস ডেস্ক: কিছুদিন আগে শ্রীলংকা ক্রিকেট বোর্ড জানিয়েছিলেন, আসন্না বিপিএলের লঙ্কান ১৬ ক্রিকেটার কে ছাড়পত্র দেওয়া হবে না। শ্রীলংকা ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে হঠাৎ বিপিএলের দলগুলো জটিলতায় পড়ে যায়। অবশেষে আজ বিপিএলের একটি সূত্রে জানা গেল, আসন্ন বিপিএলে ওরা ১৬ জন লঙ্কান ক্রিকেটার খেলতে পারবে। বিপিএল সূত্রে জানা যায়, বিপিএল খেলতে আসা ক্রিকেটারদের অনাপত্তিপত্র বা এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) দেবে লংকান ক্রিকেট বোর্ড। আর বোর্ডের সঙ্গে চুক্তিতে না থাকায় সদ্য অবসর নেওয়া কুমার সাঙ্গাকারা এবং তিলকারত্বে দিলশান এমনিতেই খেলতে পারবেন। শ্রীলংকা ক্রিকেট বোর্ডের ছাড়পত্র নিয়ে খেলতে আসা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন সিলেট সুপার স্টারসের অজান্তা মেন্ডিস, রংপুর রাইডার্সের সুচিত্রা সেনানায়েকে, চিটাগাং ভাইকিংসের জীবন মেন্ডিস, বরিশাল বুলসের সেকুগ্নে প্রসন্ন এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লাহিরু থিরিমান্নে। তবে বোর্ডের অনুমতি নিয়ে খেলতে আসা ক্রিকেটারদের মধ্যে যারা নিউজিল্যান্ড সফরের জন্য দলে ডাক পাবেন তাদেরকে ফিরে যেতে হবে। সেক্ষেত্রে পুরো বিপিএলে খেলতে নাও পারেন তারা। ২৭ নভেম্বর শ্রীলংকার নিউজিল্যান্ড সফর শুরুর কথা। ১৩ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে