শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫, ১২:৫৩:০৮

মাশরাফির আপশোস!

মাশরাফির আপশোস!

নিউজ ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিংয়ে খুশি নন মাশরাফি বিন মুর্তজা। দলকে জেতাতে ব্যাট হাতেও অবদান রাখার পর নিজের ব্যাটিং নিয়ে আক্ষেপ করলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়ক বললেন, চোট-জর্জর ক্যারিয়ারে ব্যাটিং নিয়ে কাজ করার সুযোগই পাননি! স্বাভাবিক ব্যাটিং করলেই তারা আরও সহজে জিততেন। খেলার শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, যেহেতু আটে ব্যাটিং করছি, চেষ্টা করছি যতটুকু পারি অবদান রাখার। এই জায়গাটায় ব্যাটিং করলে অন্তত ১৫-২০ রান করতেই হয়। এটাই ভাবনায় আছে। জানালেন, চেষ্টা করছেন ব্যাট হাতেও অবদান রাখার। মাশরাফির অলরাউন্ডার না হয়ে উঠতে পারাটা বাংলাদেশ ক্রিকেটের জন্যও আক্ষেপ। ২০০৭ বাংলাদেশ সফরের সেকথা জানিয়েছিলেন রাহুল দ্রাবিড়। সেই আক্ষেপ নিয়েই আজ মাশরাফি বলেন, ব্যাটিং নিয়ে কখনই কাজ করতে পারিনি। এত বার ইনজুরিতে পড়েছি যে কাজ করার সুযোগ হয়নি। যখন ইনজুরিতে পরেছি, এরপর বোলিং নিয়েই কাজ করেছি। কারণ, জানতাম ফিরতে হলে বোলিং দিয়ে ফিরতে হবে। ম্যাচ খেলতে খেলতে সঠিক জায়গায় আসতে হবে। ব্যাটিং নিয়ে চিন্তা করার সুযোগ পাইনি। তবে বদলে যাওয়া মানসিকতার কথা জানালেন অধিনায়ক, মানসিকতার পরিবর্তন করেছি। যতটুকু পারা যায় অবদান রাখা, আরেক পাশে ব্যাটসম্যান থাকলে স্ট্রাইক দিয়ে খেলানো…এসব পরিবর্তন এনেছি। শুক্রবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৩১ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ১৪ বল বাকি থাকতে ৪ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ১৩ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে