শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫, ০১:০৫:৫০

দুটি পরিবর্তনের ব্যাখ্যা দিলেন মাশরাফি!

দুটি পরিবর্তনের ব্যাখ্যা দিলেন মাশরাফি!

নিউজ ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে স্পিন আক্রমণের নেতৃত্বে থাকার কথা আরাফাত সানির। কিন্তু তার জায়গায় খেলানো হলো জুবায়ের হোসেনকে। ম্যাচ শেষে সানির জায়গায় লেগ স্পিনার জুবায়েরকে খেলানোর ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শুক্রবার মিরপুরে ৪ উইকেটে জয়ে পর অধিনায়ক জানান, সবাইকে সুযোগ দেওয়ার জন্যই দুটি পরিবর্তন এনেছিলেন তারা। মাশরাফি বলেন, সবাইকে দেখার এটাই শেষ সুযোগ। সানি এখন বাংলাদেশ দলের অন্যতম সেরা বোলার। প্রথম ম্যাচ ছিল বলে জুবায়ের একটু চাপে ছিল। দ্বিতীয় ম্যাচ হলে কিছুটা ‘রিল্যাক্স’ থাকত। চাপের মধ্যেই খেলোয়াড়কে দেখার সুযোগ থাকে। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে তিন নম্বরে ব্যাটিংয়ে উঠিয়ে আনা হয় সাব্বির রহমানকে। অধিনায়ক জানান, কম্বিনেশন ঠিক করার চেষ্টা থেকেই তিনে খেলানো হয় সাব্বিরকে। কম্বিনেশন নিয়ে মাশরাফি জানান, এই মুহূর্তে যারা নিচে নয়-দশে ব্যাটিং করে আমি চাইব, তারা বোলার হিসেবে দলকে জেতাবে। এটাই তাদের প্রথম কাজ। কিছু খেলোয়াড় এখন চোটে আছে, তারা এলে কম্বিনেশন আরও দৃঢ় হবে। শুক্রবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৩১ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ১৪ বল বাকি থাকতে ৪ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ১৩ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে