বিপিএলের উপস্থাপনায় থাকছেন না ‘শিনা চৌহান’
বিনেদান ডেস্ক : টানা দুইবার বিপিএল-এ উপস্থাপনা করে বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী শিনা চৌহান। সে সাফল্যের ধারাবাহিকতায় সুযোগ পেয়েছেন মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত ছবি ‘পিঁপড়াবিদ্যা’তেও। বিপিএল-এর তৃতীয় আসরের সময় ঘনিয়ে এসেছে। ২০ তারিখ জমকালো উদ্বোধন দিয়ে শুরু হতে যাচ্ছে বিপিএলের এবারের আসর। তবে এবারের আয়োজনে উপস্থাপনায় ডাক পাননি শিনা। তার সঙ্গে পাঁচ বছরের চুক্তি থাকলেও সেটি বাতিল করেছে বিপিএলের সম্প্রচার কর্তৃপক্ষ চ্যানেল নাইন।
আর বিপিলের উপস্থাপনায় নতুন চমক হিসেবে ভারত থেকে ঢাকায় আসছেন মিস ইন্ডিয়ার সেমি ফাইনালিস্ট পামেলা ভাদুরী। তিনি স্টার স্পোর্টসের উপস্থাপক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। বিষয়টি নিশ্চিত করে চ্যানেল নাইনের অনুষ্ঠান প্রধান তানভীর খান।
তিনি বলেন, ‘এবারের আসরে আমরা অনেক যাচাই-বাছাই এবং স্ক্রিন টেস্ট শেষে ভারত থেকে পামেলা আর বাংলাদেশ থেকে আমব্রিনকে চূড়ান্ত করেছি। এ নির্বাচনের বিষয়টি আমরা অনেক লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ করেছি। কারণ আমাদের অতীত অভিজ্ঞতা খুব বেশি সুখকর ছিল না’।
এবার শিনা চৌহান উপস্থাপক নয় কেন? তার চুক্তি তো আরে কিছু বছর ছিল। তাহলে তা বাতিল হওয়ার কারন কী- এমন প্রশ্নের জবাবে তানভীর খান জানান, শিনা চৌহান চুক্তি ভঙ্গ করেছেন। আমরা আশা করি না যে, বিপিএল মাঠ থেকে বেরিয়েই আমাদের উপস্থাপককে সিনেমার নায়িকা চরিত্রে আবিষ্কার করব। একটা ইন্টারন্যাশনাল ইভেন্টের সঙ্গে থাকলে কিছু বিষয় মেনে চলতে হয়। তা না হলে তো হয় না।
এদিকে গত দুই আসরে বিপিএলের দেশীয় উপস্থাপক হিসেবে দেখা গেছে নওশীন, নাবিলা এবং মুনমুনকে। অথচ এবার এই তিনজনের একজনও থাকছেন না। তৃতীয় আসরের জন্য চূড়ান্ত হলেন লাক্স সুন্দরী মডেল অভিনেত্রী আমব্রিন। কেন? জবাবে জানা গেছে, সব কিছু বিবেচনা করে দেশের উপস্থাপক-মডেল-অভিনেত্রীদের মধ্যে এবার আমব্রিনকেই সবচেয়ে যোগ্য মনে করেছে চ্যানেল নাইন ও বিপিএল কর্তারা।
এদিকে পামেলা সম্পর্কে জানা যায়, তিনি টেলিভিশনে উপস্থাপনার আগে অভিনয় করেছেন বলিউড ও বাংলা ভাষার ছবিতে। ‘কাহানি’, ‘টান’ ছবিতে তাকে দেখা গেছে। তার উত্থান মূলত মিস ইন্ডিয়া প্রতিযোগিতার মাধ্যমে।
১৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ