স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের মান বাঁচানোর লড়াইয়ের দিনেও চরমভাবে ব্যর্থ হয়েছেন টপঅর্ডাররা। দ্বিতীয় টেস্টে যেখানে জয়ের কোনো বিকল্প নেই আর যেখানেই কিনা তরী ডুবিয়ে দেন তারা।
শুক্রবার দিনের শুরুটাই ভালো হয়নি বাংলাদেশের। সৌম্য সরকারের সাথে ওপেনিং করতে নামেন রনি তালুকদার। ৫ বল পর্যন্ত উইকেটে থেকে সোজা প্যাবিলিয়নের পথ ধরেন।
সৌম্য সরকার ও সাব্বির রহমান কম বন্দনা পাননি এর আগে। আর এর প্রতিফলন যেন ভারতের মাটিতে গিয়ে ঘটালেন তারা। দুইজনেই বাজে ক্রিকেট খেলেছেন।
মুমিনুল এই দলের অধিনায়ক। তিনি প্রমান করেছেন তার ভাত যেন রয়েছে টেস্টেই। ওয়ানডেতে নয়। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও ব্যর্থতার এক চিত্র মেলে ধরেন তিনি।
এদিন মুমিনুল করেছেন ৩ রান অন্যদিকে সাব্বির করেছেন ১ রান। ৮২ রানেই বাংলাদেশের ৫ টি মুল্যবান উইকেটের পতন হয়। আর ৩২ ওভার খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ১৪২ রান।
নাসির ও লিটন দাসই শেষ ভরসা হিসাবে উইকেটে রয়েছেন। এই ঝুটির পরে রয়েছেন আশা-যাওয়ায় ব্যস্ত থাকতে পটু নায়করা! বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য উদ্বিগ্ন এ দলের এই পারফর্ম নিয়ে।
১৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর