শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫, ০৪:৩১:১৭

বির্পযয়ের মুখে দ.আফ্রিকা, ছিটকে গেলেন স্টেনও

বির্পযয়ের মুখে দ.আফ্রিকা, ছিটকে গেলেন স্টেনও

স্পোর্টস ডেস্ক : বির্পযয়ের মুখোমুখি হাসিম আমলার দল। বৃহস্পতিবার ফুটসল খেলতে গিয়ে চোট পেয়ে সিরিজ থেকেই ছিটকে গেলেন দলের নির্ভরযোগ‍্য অলরাউন্ডার ভেরন ফিল‍্যান্ডার। শুক্রবার জানা গেল, দলের সেরা বোলিং অস্ত্র ডেল স্টেন এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি। মোহালিতে কুঁচকিতে যে টান ধরেিছল, তা এখনও পুরোপুরি সারেনি। ফল স্বরূপ, বেঙ্গালুরু টেস্ট থেকে ছিটকে গেলেন স্টেন। বর্তমানে গার্ডেন সিটির যা আবহাওয়া তা স্টেনের জন‍্য আদর্শ ছিল। বল হাতে তিনি ধ্বংসলীলা দেখিয়ে দিতে পারতেন। কিন্তু বাধ সাধল চোট। একের পর এক বিপদ ঘটে চলেছে প্রোটিয়া–শিবিরে। সুস্থ হয়ে উঠেেছন আরেক জোরে বোলার মর্নি মরকেল। মোহালিতে প্রথম টেস্টে খেলেননি। ফিরছেন বেঙ্গালুরুতে। ফিরছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার জে পি ডুমিনিও। তিনিও মোহালিতে ছিলেন না। সিরিজে ফিল‍্যান্ডারের পরিবর্তে ডাক পাওয়া জোরে বোলার কাইল অ‍্যাবটকে চিন্নাস্বামীতে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। তেমনই জানালেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক হাসিম আমলা। স্টেন ও ফিল‍্যান্ডার না থাকায় ক্ষতি হয়ে গেল মানছেন আমলা। ‘নিশ্চয়ই স্টেনের মতো পৃথিবীর সেরা জোরে বোলার কিংবা ফিল‍্যান্ডারের মতো সেরা অলরাউন্ডার না খেললে মুহূর্তে দলের কাঠামো বদলে যায়। সেই ক্ষতি হল। কিন্তু আমাদের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী। একটা সিিরজ জিততে গেলে শুধু ১১ জন ক্রিকেটার জেতায় না। জেতায় ১৫ জন ক্রিকেটার। সিরিজ যদিও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে আমাদের বোলিং রিজার্ভ বেঞ্চ সতি‍্যই ভাল।’ বেঙ্গালুরুর বর্তমান আবহাওয়ায় পিচের চরিত্র সম্পর্কে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক পরিষ্কার বলছেন, ‘কিছুই বোঝা যাচ্ছে না। টেস্ট শুরুর সকালে দেখব। এমন পরিবেশে পিচে খানিকটা আর্দ্রতা থাকবে বলেই মনে হয়। দেখে মনে হচ্ছে মোহালির পিচের সঙ্গে এখানকার পিচের পার্থক‍্য রয়েছে। সেক্ষেত্রে স্টেন, ফিল‍্যান্ডার না থাকা একটা কারণ। তবে খেলাধুলোয় চোট–আঘাত সবসময়ই লেগে থাকে।’ সতীর্থ এ বি ডি’ভিলিয়ার্সের শততম টেস্ট খেলতে নামা প্রসঙ্গে মুখ খুলেছেন প্রোটিয়া অধিনায়ক হাসিম আমলা। তিনি এ বি–কে অভিনন্দন জানিয়ে বলছেন, ‘গোটা দল হিসেবে আমরা সবাই খুব খুশি এ বি–র শততম টেস্ট খেলা নিয়ে। বিরাট কৃতিত্ব, বিশাল সম্মান। আমরা চাই শততম টেস্ট খেলতে ও নিজে রান করে দলকে যেন জেতায়। এর চেয়ে তা হলে আনন্দের কিছু থাকবে না। আমরা সবাই উপভোগ করছি ওর শততম টেস্ট খেলতে নামার আগের মুহূর্ত। চাই এ বি টেস্ট স্মরণীয় করে রাখুক।’ শততম টেস্ট খেলার আগের দিন নিজেকে গুটিয়ে রাখলেন ডি’ভিলিয়ার্স। বাধ্যতামূলক না থাকায় এদিন অনুশীলন করেননি এই প্রোটিয়া ব্যাটসম্যান। সব মিলিয়ে নানা বির্পযয়ের সম্মুখীন হয়েও লড়াই তারা মাঠে করতে পিছুপা হবেন না তা হাবেভাবে বুঝিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার ‘অধ‍্যাপক’ অধিনায়ক আমলা। তাকে চশমা পরা শান্ত–সৌম‍্য চেহারায় যে ক্রিকেটারের চেয়ে বেশি অধ‍্যাপকই মনে হয়। ১৪ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে