এবার ঘোড়ার সঙ্গে লড়াইয়ে নামবেন মেসি
স্পোর্টস ডেস্ক: বিশ্বের সেরা স্পোর্টসম্যান হওয়ার দৌড়ে এবার ঘোড়ার সঙ্গে লড়াইয়ে নামবেন আর্জেন্টাইন ফুটবল স্টার লিওনেল মেসি।এই লড়াইয়ে শুধু বার্সার প্রাণ ভোমরা মেসি একা নন আমেরিকার ফ্যারাও নামের ঘোড়াটি বিশ্বের সেরা স্পোর্টসম্যান হওয়ার দৌড়ে লড়াই করবে টেনিস তারকা নোভাক জোকোভিচ, জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট, আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের মতো তারকার সঙ্গেও।
মূলত সব বিভাগ মিলিয়ে বিশ্বের সেরা খেলোয়াড়কে এই পুরস্কার দেওয়া হয়। তবে বর্তমানে এই খেতাবটিকে স্পোটর্সম্যান অফ দ্য ইয়ারের বদলে স্পোর্টস থিং অব দ্য ইয়ার বলা হচ্ছে। প্রশ্ন উঠতে পারে কেন একটি ঘোড়া এই খেতাবের লড়াইয়ে?
কারণটা খুবই সহজ। মাত্র তিন বছরের ফ্যারাও আমেরিকায় গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির গড়েছে। তাই উদ্যোক্তারা তাঁকে বিশ্বের বড় বড় সব খেলোয়াড়দের সঙ্গে না-রেখে থাকতে পারেনি৷ আগামী ১৪ ডিসেম্বর ঠিক হয়ে যাবে যে এবছর মানুষ না কোনও প্রাণী জিতে নেবে এই খেতাব। সূত্র : ডেইলি মেইল
১৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর