শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫, ১০:১২:১৩

‘ব্যাটসম্যানদের তাড়াহুড়ায় বিপদে পড়েছিল বাংলাদেশ’

‘ব্যাটসম্যানদের তাড়াহুড়ায় বিপদে পড়েছিল বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজে নিজেদের ভালোই প্রমাণ দিয়েছিলেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা।ব্যাটে-বলে এবং ফিল্ডিংয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে সফরকারীদের হোয়াইটওয়াশ করতে সক্ষম হয় স্বাগতিক বাংলাদেশ। কিন্তু ওয়ানডে পরবর্তী দু’টি টি-টোয়েন্টি ম্যাচের প্রথমটিতে এসে নাজেহাল হতে দেখা যায় টাইগারদের। সফরকারীরা প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৩২ রানের টার্গেট দেয়। আর স্বাভাবিকভাবে সুস্পষ্ট যে এই রান টি-টোয়েন্টির বিবেচনায় খুব বড় স্কোর না। তারপরও সেই রান তুলতে হিমশিম খেতে দেয়া যায় বাংলাদেশি ব্যাটসম্যানদের।ব্যাটসম্যানদের একের পর এক ব্যর্থতা শেষ পর্যায়ে এসে ম্যাচটি মহাসমীকরণে এসে পৌঁছায়। আর এ নিয়ে একেবারে সন্তুষ্ট হতে পারেননি ছয় মেরে বাংলাদেশকে জয়ে বন্দরে পৌঁছানো টাইগার অধিনায়ক মাশরাফি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমরা ১৩২ রান তাড়া করতে গিয়ে এভাবে ব্যাটিং করতে চাইনি। স্বাভাবিক ব্যাটিং করলেই জিততে পারতাম। খুব তাড়াহুড়ো করেছি। তারপরও জয়টা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সামনের ম্যাচে সুযোগ আছে। সেখানে ভুলগুলো শুধরাতে চাই।’ স্বাভাবিক ব্যাটিংটা যে চাইলে করা যেতো সেটা মাশরাফিও বোঝেন। আর ছয় ওভারের মধ্যে ৪৭ রান চলে আসায় সেটা সম্ভব ছিল বলেও মনে করেন তিনি, 'ছয় ওভারে টি-টোয়েন্টিতে মারতেই হবে। আমরা আজকে ৪৭ করে ফেলেছিলাম। তারপর আর মারা উচিত হয়নি। যেটা আমরা করেছি। স্বাভাবিক ব্যাটিংয়ের ব্যাখা দিতে গিয়ে মাশরাফি স্মরণ করলেন দক্ষিণ আফ্রিকা সিরিজকে। বললেন,'আমরা দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভুল করেছিলাম। কিন্তু ওয়ানডেতে কিন্তু আরামসে আমরা ১৬০-৬৫ চেজ করেছি। চট্টগ্রামেও। এটা একটা কারণ। আজকে হয়তো স্বাভাবিক ব্যাটিং করার সেন্সটা কাজ করেনি। দুইটা ব্যাটসম্যান বড় ইনিংস খেললেই হয়ে যেত। শেষ করে আসতে পারত। টি-টোয়েন্টিতে আমার কাছে মনে হয় এখানে আত্মবিশ্বাসের সঙ্গে শেষ করতে পারলে আবার সেখান থেকেই শুরু করা যায়।' ১৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে