শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫, ১০:৪৬:৫৮

সুর পাল্টালেন রোনালদো, মানছেন মেসিই বর্ষসেরা

সুর পাল্টালেন রোনালদো, মানছেন মেসিই বর্ষসেরা

স্পোর্টস ডেস্ক: ‘আমিই সেরা। সবার উপরে। আপনি প্রমান করতে পারবেন আমার চেয়ে এই ফুটবল জগতে অন্য কারো পারফরম্যান্স ভালো?’ ফুটবল বিশ্বে কে সেরা? মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো। সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে উপরের কথা গুলো বলেছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সময়ের ব্যবধানে সুর পাল্টেছে তার। এখন তিনিই মনে করছে ২০১৫ ফিফা ব্যালন ডি’অর জিতবেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিই। গত ৭ বছর তারা দুজন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ভাগ করে নিয়েছেন। এরমধ্যে সর্বশেষ টানা দুবারের পুরস্কারজয়ী রিয়াল মাদ্রিদ তারকা সিআরসেভেন। পুরস্কার জেতার লড়াইয়ে তার প্রধান লড়াইটা সব সময় মেসির সঙ্গে। কিন্তু এবারের ফিফা ব্যালন ডি’অর তার প্রতিদ্বন্দ্বী মেসি জিতবেন বলে মনে করেন তিনি। তবে নিজের আশাটা ছাড়লেন না রিয়াল মাদ্রিদের এই তারকা।বলেন, ‘আবারও ব্যালন ডি’অর জিততে পারে আমি।’ গত মওসুমটাকে নিজের ক্যারিয়ারের সেরা বললেন রোনালদো। ইউরোপিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এ পর্তুগিজ সুপারস্টার। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে যতটা উজ্জ্বল ছিলেন, দলীয় পারফরম্যান্সে ততটাই বিবর্ণ ছিলেন। কোনও মেজর শিরোপা জেতা ছাড়াই মওসুম শেষ করেন সিআর সেভেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির গত মওসুমটি ব্যক্তিগত ও দলীয়- দুই পারফরমেন্সই অসাধারণ। স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ট্রেবল শিরোপা (লা লিগা, কোপা ডেল রে ও চ্যাম্পিয়ন্স লীগ) জিতিয়েছেন। আর্জেন্টিনা ১০ মাসের ব্যবধানে বিশ্বকাপ ও কোপা আমেরিকার ফাইনালে তুলেছেন। যে কারণে অধিকাংশ ফুটবলবোদ্ধাই ২০১৫ সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি’অর লিওনেল মেসির হাতেই দেখছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন মেসির প্রবল প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। শিরোপাই দুজনের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছে বলে মনে করেন তিনি। বলেন, ‘এই পুরস্কারটি ভোটের ওপর নির্ভর করে। মেসি গত মওসুমে অনেক শিরোপা জিতেছে। সে চ্যাম্পিয়ন্স লীগ ও লা লিগা জিতেছে। তবে ব্যক্তিগত নৈপুণ্যের বিবেচনায় সম্ভবত গত মওসুমে আমি ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছি। এছাড়া বার্সা তারকা মেসির সঙ্গে তার ভালো সর্ম্পক রয়েছে বলেও জানান তিনি। ১৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে