স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজে ফর্মে ছিলেন না লিটন দাস। দলের গুরুত্বপূর্ণ পজিসনে ব্যাট হাতে নামেন তিনি। কিন্তু ব্যর্থতা ছিল নিত্য সঙ্গী হিসাবেই।
বাংলাদেশ টিম জয়ের ধারায় অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে লিটনের ভালো করার বিষয়টি বিবেচনায় রেখেই টি-টোয়েন্টি দলে তাকে সুযোগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
কিন্তু ক্রিকেটভক্তদের কড়া সমালোচনা বিদ্ধ করে লিটন দাসকে। এই সমালোচনা এখন কতদূর কাটিয়ে লিটন দাস? সমালোচনার জবাব দিতে এবার যা করলেন সেই লিটন দাস সেটাই এখন বিশ্লেষণে। টি-টোয়েন্টির কন্ডিশনে একেবারে খারাপ করেন নি তিনি।
তবে দায়িত্বশীল ক্রিকেট উপহার দিতে পারেন নি লিটন। ১২ বল খেলে ১৭ রান করে আউট হন তিনি। দুটি চার রয়েছে এখানে। ২০ ওভারের ম্যাচে এই পারফর্ম মোটামুটিভাবে সমালোচনার উর্ধ্বে।
তিনি যে শর্টটি খেলে আউট হয়েছেন পরিবর্তন আনতে হবে এখানে। চিশারোর বলে উড়িয়ে মেরে মিড উইকেটে বল নেন তিনি। এই আলতো শর্ট খেলেই চিমার হাতে ধরা খান এ ব্যাটসম্যান।
এই শর্টটি তিনি গ্রাউন্ড দিয়ে মারতে পারতেন। ওই অবস্থায় ওই বলটি ছয়ে পরিণত করা আসলেই কঠিন ছিল। লিটন দাস আর একটু কৌশুলি হতে পারলেই বিরক্ত হওয়া ভক্তদের মন জয় করতে পারতেন।
যাইহোক এই লিটন হয়তো ফিফটি বা সেঞ্চুরি করেই সমালোচনার বিপরীতে নিজেকে উপস্থাপন করবেন।
১৪ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর