এবার মেসিকে নিয়ে বার্সেলোনার লুকোচুরি
স্পোর্টস ডেস্ক: ইনজুরিতে পড়ে র্দীঘ সময়ের জন্য মাঠের বাহিরে চলে যেতে হয় আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে। মেসিহীন ন্যু ক্যাম্পের দুঃসময়ে ক্লাবের হাল ধরেন নেইমার ও সুয়ারেজ।
ডাক্তারের ভাষ্যমতে বার্সার তারকা লিও মেসি এই সময়ের মধ্যে মোটামুটি সুস্থ হয়ে অনুশীলনে ফেরার কথা। ফিরেছেনও ক্লাব বার্সার এই নির্ভরযোগ্য তারকা। তবে তার এই ফিরে আসার তথ্য গোপন রেখেছে ন্যু ক্যাম্প কতৃপক্ষ। ঠিক এমনটাই দাবি করছে স্পেনের একটি সংবাদ মাধ্যম। সংবাদমাধ্যমটি খবর দিয়েছে, লিওনেল মেসি অনুশীলনে ফিরেছেন এবং একটি প্র্যাকটিস ম্যাচ খেলে গোলও করেছেন। তবে বার্সেলোনা তাদের সেরা তারকার অনুশীলনে ফেরা নিশ্চিত করেনি।
স্পেনের ক্রীড়া দৈনিক এএস এবং আরও কিছু সূত্র জানায়, গত বৃহস্পতিবার অন্যান্য সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন মেসি। বার্সেলোনা তাদের ওয়েবসাইটে সেই অনুশীলন সেশনের ২০টি ছবিও দেয়। তবে এর মধ্যে মেসিকে দেখা যায়নি। অনুশীলনের ভিডিও ফুটেজও তাকে দেখা যায়নি।
বৃহস্পতিবার মেসিকে শট নেওয়ার অনুশীলন করতে দেখা যায় বলে জানায় এএস।
বার্সেলোনার যে খেলোয়াড়রা আন্তর্জাতিক ফুটবল খেলতে যায়নি, তিন দিন ছুটি কাটিয়ে তারা আবার আগামী সোমবার অনুশীলনে ফিরবে।
এছাড়া মুন্দো দেপোর্তিভো পত্রিকাও মেসির অনুশীলনে অংশ নেওয়া নিশ্চিত করে। আগামী ২১ নভেম্বর রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে তার হাঁটুর চোট থেকে সেরে ওঠার ক্ষেত্রে এটাকে বড় এক পদক্ষেপ বলেও উল্লেখ করে তারা।
১৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর