শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫, ১২:৩৪:২৮

‘ভারত-আফ্রিকা’ম্যাচ থেকে ছিটকে যাওয়ায় আক্ষেপ করে যা বললেন স্টেইন

‘ভারত-আফ্রিকা’ম্যাচ থেকে ছিটকে যাওয়ায় আক্ষেপ করে যা বললেন স্টেইন

স্পোর্টস ডেস্ক : সপ্তাহখানেক বৃষ্টির পর চিন্নাস্বামী পিচ ঘিরে যা রহস্য তৈরি হয়েছে তা তুলনাহীন। ওখানে যে তাঁবু খাটানো হয়েছে, সেটা এতটাই বড় যে স্বচ্ছন্দে বিয়ের আসর বসানো যায়। তবে বাছাই করা নিমন্ত্রিতদেরই সেখানে ঢোকার অনুমতি দেওয়া যায়। পিচে প্রচুর ঘাস ছাঁটা হয়েছে এবং কাল সকালে হয়তো ফের ছাঁটা হবে। এত স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় পিচ কত শুকনো করা যাবে, সেটাই দেখার। তাই যতটুকু ঘাসই থাকুক, তা তরতাজা সবুজ হওয়া উচিত। কিছুটা সিম মুভমেন্টও হয়তো থাকবে। চোট পেয়ে ‘ভারত-আফ্রিকা’ম্যাচ থেকে ছিটকে যাওয়ায় আক্ষেপ করে স্টেইন বলেন এই টেস্টের আগে চোটটা না পেলেই ভাল হত। আমি তাও চোটের পর মানিয়ে নিতে দিনদুয়েক সময় পেয়েছিলাম। বেচারা ভার্ন তো সেটাও পেল না। কী আশ্চর্য! মোহালিতে ভাল করে ও বেঙ্গালুরুতেও বল করার জন্য মুখিয়ে ছিল। কিন্তু দুর্ঘটনা যখন-তখন ঘটতে পারে। ফুট ভলিবল খেলতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছে ভার্নন। দ্রুত কেপটাউনে উড়েও গিয়েছে। আমি আর ভার্ন না থাকায় মর্নির মাঠে নামার যথেষ্ট সম্ভাবনা থাকছে। কাগিসোর সামনেও বোলিংকে নেতৃত্ব দেওয়ার দারুণ সুযোগ। সঙ্গে কাইল অ্যাবটেরও। জেপি ডুমিনির ফেরাটাও নিশ্চয়ই দলকে আরও ভারসাম্য আর গভীরতা দেবে। সব মিলিয়ে আমরা খুশি, আত্মবিশ্বাসী। বৃষ্টি থামলে এই আত্মবিশ্বাসটা আরও বাড়বে। এবির এটা শততম টেস্ট। আমরা একসঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেট জীবন শুরু করেছিলাম। ১১ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটেও একই সঙ্গে অভিষেক। ক্রিকেটার হিসেবে এবির ক্ষমতা কী, সেটা সারা দুনিয়া জানে। ওর খেলায় বিনোদনের অভাব নেই। তবে শুধু যে এ জন্য ওকে আমার এত ভাল লাগে, তা কিন্তু নয়। সৌভাগ্যবশত মানুষ এবিও আমার চেনা। ওর উৎসাহ, বন্ধুত্ব, হৃদয়— এ সবেই বোঝা যায় ও মানুষটা কত ভাল। যে কোনও ক্রিকেটীয় রেকর্ডের চেয়ে এগুলো অনেক বড় গুণ। ওকে নিজের বন্ধু বলতে পারি বলে আমি ভাগ্যবান। এবি তো আমারই মতো ছোট শহর থেকে উঠে আসা ছেলে।অভিনন্দন বন্ধু। তোমার জন্য আমি খুশি ও গর্বিত।-আনন্দবাজার ১৪ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে