প্যারিস স্টেডিয়ামে হামলার ঘটনায় ক্রীড়া জগতে নিন্দার ঝড়
স্পোর্টস ডেস্ক: গ্যালারির হাজার হাজার দর্শক এসেছিল ফ্রান্স-জার্মানির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রীতি ম্যাচটি দেখতে। খেলায় ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে জয় তুলে নেয় জার্মানি। সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু হঠাৎ স্তাদি দি ফ্রান্স স্টেডিয়ামের পাশে বোমা বিস্ফোরণের শব্দে সব আনন্দ ফিকে হয়ে যায় উপস্থিত দর্শকদের। জীবন বাঁচাতে মুহূর্তেই তারা মাঠে নেমে পড়েন।
ফ্রান্সের রাজধানী প্যারিসে স্মরণকালের এই ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়। তবে গণমাধ্যম জানিয়েছে প্যারিসের ৬ জায়গায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা হয়েছে। হামলা চালিয়ে সন্ত্রাসীরা স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলেও কঠোর নিরাপত্তার কারণে সেটা সম্ভব হয়নি। কিন্তু ওই হামলায় স্টেডিয়ামের পাশে তিনজন নিহত হয়েছেন।
আর এমন ভয়াবহ হামলা নিয়ে জার্মানি ফুটবল দলের কোচ জোয়াকিম লো’ বলেন, ‘ প্রতিপক্ষ ফ্রান্সের বিপক্ষে গোলের পর সবাই আনন্দে চিৎকার করছিল। আমরা প্রথমে বিষয়টি টের পায়নি। মনে করেছিলাম সবাই আনন্দে উল্লাস করছে। কিন্তু পরে ঘটনা বুঝতে পেরে অনেক ভয় পেয়ে যাই। খেলোয়াড়রাও অনেক ভয়ে ছিল।’
প্যারিসে এই সন্ত্রাসী হমলার ঘটনায় ক্রীড়া জগতে নিন্দার ঝড় উঠেছে। সবাই চাচ্ছে এই খেলার মাঠে এমন নিন্দনীয় ঘটনার সুষ্ঠ বিচার হোক এবং সন্ত্রাসীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।
১৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর