শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫, ০১:৪৫:১৩

আপত্তিকর অভিযোগে ওমর আকমলকে গ্রেফতার করেছে পুলিশ, তুমুল হৈ চৈ

আপত্তিকর অভিযোগে ওমর আকমলকে গ্রেফতার করেছে পুলিশ, তুমুল হৈ চৈ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের একজন আইকন ক্রিকেটারের নাম ওমর আকমল। পুলিশ গ্রেফতার করেছে তাকে। আইন অমান্য করে আপত্তিকর ঘটনার জন্ম দেয়ায় রেহাই মেলেনি এই তারকা ক্রিকেটারের। ঘটনা নিয়ে সৃষ্টি হয়েছে তুমুল চৈচৈ। একই অভিযোগ দল থেকে বাদ দেয়া হয়েছে তাকে। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে নেয়া হয়নি ওমর আকমলকে। একই সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আর কোনো চুক্তি নেই তার। তার সাথে সব চুক্তি ছিন্ন করেছে পিসিবি। মুজরা পার্টিতে অংশ তিনি। যেটা ক্রিকেটারদের জন্য নিষিদ্ধ। দেশটির ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফিতে হায়দ্রাবাদ ও সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনসের মধ্যে ম্যাচ চলার সময় সেখানে গিয়েই বিতর্কিত হন ওমর। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি জানান, এই আপত্তিকর অভিযোগে দল থেকে বহিস্কার করা হয়েছে তাকে। অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার সময় মুজরা পার্টিতে হানা দিয়ে তাকে আটক করে পুলিশ। আটকের পরে পুলিশ ওমরকে জিজ্ঞাসাবাদ করেছে। নাজাম জানান, নির্দোষ প্রমাণিত হলে দলে কেবল দলে ফিরতে পারবেন তিনি। এই বিষয়ে সতর্ক হওয়ার জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক আফ্রিদিকে সাবধান করা হয়েছে বলেও জানন পিসিবির এই মুখ্য কর্মকর্তা। ১৪ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে