শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫, ০২:১৪:৩৪

ফ্রান্সে সন্ত্রাসী হামলার ঘটনায় মর্মাহত মুশফিকুর রহিম

ফ্রান্সে সন্ত্রাসী হামলার ঘটনায় মর্মাহত মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক: গতকাল (শুক্রবার) ফ্রান্স-জার্মানির প্রীতি ম্যাচটি দেখতে হাজার হাজার দর্শক মাঠে এসেছিল । খেলায় ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে জয় তুলে নেয় জার্মানি। সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু হঠাৎ স্টেডিয়ামের পাশে বোমা বিস্ফোরনের শব্দে সব আনন্দ ফিকে হয়ে দর্শকদের। মুহূর্তেই তারা ভয়ে মাঠে নেমে পড়েন। ফ্রান্সের রাজধানী প্যারিসে স্মরণ কালের এই ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়। তবে গণমাধ্যম জানিয়েছে প্যারিসের ৬ জায়গায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা হয়েছে। ফ্রান্সে এমন মর্মান্তিক ঘটনায় মর্মাহত বাংলাদেশ ক্রিকেটের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। মুশফিক তার ফেসবুক ফ্যান পেইজে এ ঘটনার কয়েকটি ছবি আপলোড দিয়ে লিখেছেন, ‘সকালে ঘুম থেকে উঠে খুব খারাপ খবর শুনলাম। আসুন, প্যারিসের সবার জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাদের সহায় হোন।’ ১৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে