৭০ হাজার দর্শকের উল্লসিত স্টেডিয়াম মুহূর্তেই শোকাবহ
স্পোর্টস ডেস্ক : ৭০ হাজার দর্শকে পরিপূর্ণ স্টেডিয়াম। দেশের প্রেসিডেন্টও দর্শক সারিতে বসে খেলা দেখছেন।নিজ দেশের খেলােয়াড়রাও ভাল খেলেছন। প্রতিপক্ষের গোল পোস্টে ইতোমধ্যেই দুটি গোল ঢুকিয়ে দিয়েছে। ফলে চারদিকে জয়ের উল্লাস চলছে।শুধু অপেক্ষা আনুষ্ঠানিক বিজয়ের ঘোষণা।
ইতোমধ্যে খেলার প্রথমার্ধের বিরতির পর দ্বিয়ার্ধের খেলাও বেশ কিছুক্ষণ গড়িয়েছে। সবাই অপেক্ষা করছেন রেফারির শেষ বাসি কখন বেঁজে উঠবে।
কিন্তু সেই শেষ বাঁশি বাজার আগে স্টেডিয়ামের এক পাশ থেকে উড়ে এল বিকট শব্দ।স্টেডিয়ামের উপর দিয়ে চক্কর দিল হেলিকপ্টার।এতে চতুর্দিকে মুহূর্তেই ছড়িয়ে পড়লো আতঙ্ক।স্টেডিয়ামের ৭০ হাজার দর্শক গ্যালারি ছেড়ে খেলার মাঠে নেমে ছুটাছুটি করা শুরু করে। এতে মুহূর্তেই পণ্ড হয়ে গেল খেলা।
ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় জার্মানির বিপক্ষে ফ্রান্সের ফুটবল টিমের খেলা চলার সময় স্টেড দ্য ফ্রান্স নামের স্টেডিয়ামটিতে।বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।সে সময় ফরাসি প্রেসিডেন্ট ফাঁসোয়া ওঁলাদও স্টেডিয়ামে খেলা দেখছিলেন।
১৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ