‘দুর্ভাগ্যবশত ড্র হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে’
স্পোর্টস ডেস্ক: মেসি-আগুয়েরোর মত বড় দুই তারকাকে ছাড়াই চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে মাঠে নামে আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় শনিবার সকালে আর্জেন্টিনার ঘরের মাঠ বুয়েনস আইরেসে হাই-ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
মেসি-আগুয়েরোদের অভাবটা বুঝতে না দিয়ে শুরু থেকে নান্দনিক খেলা উপহার দেয় স্বাগতিক আর্জেন্টিনা। শুরু থেকে গোছানো খেলা ও একের পর এক আক্রমণ করতে দেখা যায় ম্যাসচেরানোদের। এর পরও জয় না পাওয়াটাকে দুর্ভাগ্য হিসেবে দেখছেন দেশটির অধিনায়ক ।
হাঁটুর চোটের কারণে মেসি না থাকায় এই ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়া মাসচেরানো ম্যাচ শেষে তার হতাশার কথা জানান।
“আমরা অজুহাত দিতে পছন্দ করি না। আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছি এবং দুর্ভাগ্যবশত বিচ্ছিন্ন একটি মুভ থেকে তারা সমতায় ফেরে।”
প্রসঙ্গত, এই ড্রয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় দশ দলের মধ্যে অষ্টম স্থানে রয়েছে আর্জেন্টিনা। ৩ ম্যাচ থেকে ২ পয়েন্ট পেয়েছে তারা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে চতুর্থ স্থানে।
১৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর