শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫, ০২:৫০:৫৭

ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের আকস্মিক পতন!

ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের আকস্মিক পতন!

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে জয় পায় পাকিস্তান। কিন্তু দুই দেশের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তাসের ঘরের মত ভেঙে পড়ে পাকিস্তান শিবির। পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইন আপ এ দিন গুটিয়ে যায় লক্ষ্য বস্তুতে পৌঁছার অনেক আগে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ২৮৪ রানের টার্গেট দাঁড় করায় ইংল্যান্ড। হেলসের ১০৯ রানের দুর্দান্ত ইনিংসের সুবাধে ৫ রানে ওই টার্গেট দাঁড় করে ইংল্যান্ড। দিনটিই যেন ছিল ইংল্যান্ডের। ইংল্যান্ডের বোলাররা হয়তো ক্ষোভের কারণেই জ্বলে ওঠে। আকস্মিকভাবে পতন হয় পাকিস্তানের ব্যাটিং লাইনের। টেস্ট সিরিজ হারার পর প্রথম ওয়ানডেতে হেরে যাওয়ার বদলা নেয় ইংল্যান্ড। ওকস একাই নেন ৪টি উইকেট। উইলি পান একটি উইকেট। টপলি, রশিদ ও আলী একটি করে উইকেট শিকার করেন। ৪৫ ওভার ৫ বলে থেমে যায় পাকিস্তানের সব চেষ্টা। সবাই মিলে ১৮৮ রান সংগ্রহ করে পাকিস্তান। ফলে ৯৫ রানের বিশাল ব্যবধানে জয়পায় ইংল্যান্ড। একমাত্র সরফরাজ ছাড়া সবাই আকস্মিকভাবে ব্যাট হাতে ব্যর্থ হন এদিন। সরফরাজ ৬৪ রান করেন। অন্যদের মধ্যে সর্বোচ্চ ২৩ রান করেন আজাহার আলী। এছাড়া সবার ব্যাট হাতে পেয়েছেন লজ্জা। পাকিস্তানের এই বিপর্যয়ের জন্য দায়ী মূলত পরাস্ত হওয়া এই ক্রিকেটাররাই। চার ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ এ সমতা বিরাজ করছে। বাকি দুই ম্যাচ বেশ জমে উঠবে। ইংল্যান্ড ঘুরে দাঁড়িয়ে এই আভাস দিয়েছে। ১৪ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে