ড্র করতে পেরেই খুশি ব্রাজিল কোচ
স্পোর্টস ডেস্ক: মেসিহীন বার্সার হাল ধরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ক্লাবের হয়ে একের পর এক জয় তুলে নিয়ে বার্সার সমর্থকদের কিছুতেই বুঝতে দিচ্ছেন না মেসির অভাববোধটা। কিন্তু সেই নেইমার কিনা দেশের হয়ে চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনার বিপক্ষে সামন্যতমও জ্বলে উঠতে পারলেন না।
তবে অধিনায়ক নেইমারকে নিয়ে একটুও বিচলিত নন কোচ দুঙ্গা। বললেন, সময়ের ব্যবধানে জ্বলে উঠবে তাদের তারকা।
আর্জেন্টিনার ঘরের মাঠ বুয়েনস আইরেসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ১-১ গোলের ড্র করে ব্রাজিল। সফরকারীদের হয়ে সমতাসূচক গোলটি করেন লুকাস লিমা।
ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা থেকে ড্র নিয়ে ফিরতে পেরেই খুশি দুঙ্গা। পিছিয়ে পড়েও প্রতিপক্ষের মাঠে একটি পয়েন্ট পাওয়াকে ভালো ফল বলে উল্লেখ করেছেন ব্রাজিল কোচ।
ম্যাচের ফলাফল নিয়ে নেইমার-লুইসদের কোচ বলেন, ‘আগের ম্যাচগুলোর দিকে তাকান। ঘরের মাঠে আমাদের জয় আর অ্যাওয়ে ম্যাচে জেতার চেষ্টা আর পয়েন্ট পাওয়া প্রয়োজন ছিল। আর্জেন্টিনার বিপক্ষে একটি পয়েন্ট পাওয়া ভালো ফল।”
খেলার শুরুতে আর্জেন্টিনার মাঠ হওয়া স্বত্বেও আর্জেন্টাইন দর্শকদের চুপ থাকতে দেখা যায়। সে প্রসঙ্গে কোট দুঙ্গা বলেন, ‘আপনারা বিষযটি খেয়াল করেছেন কিনা আমি জানি না। স্বাগতিকদের মাঠে খেলাটি হওয়া স্বত্বেও তাদের দর্শকদের বেশ চুপ থাকতে দেখা যায়। তার পরও খেলার প্রথমার্ধে আমরা এর সুবিধা নিতে পারিনি।”
প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্থে ব্রাজিল অনেকটা শক্তিশালী হয়ে উঠে বলেও জানান কোচ দুঙ্গা।
১৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর