শুধুই ভিলিয়ার্সের তাণ্ডব, দুই স্পিনারের চমকে ঘুরছে ম্যাচ
স্পোর্টস ডেস্ক : শনিবার ভারতের মাটিতে শুরু হয় দক্ষিণ আফ্রিকা ও ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচেও তাণ্ডব ছিল এবি ডি ভিলিয়ার্সের।
দক্ষিণ আফ্রিকান শিবিরে সাফল্য কেবল এবির ব্যাটেই। আর প্রথম ইনিংসের প্রথম সেসনের বাকিটুকু সাফল্য দুই ভারতীয় বোলারের। অশ্বিন ও জাদেজার বোলিং তোপে উইকেটে ব্যাট হাতে থাকতে থাকতে পারছিলেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা।
সবার ব্যর্থতার দিনেও জ্বলে ওঠে এবির ব্যাট। টেস্ট ম্যাচে ১০৫ বলে ৮৫ রান আসে তার ব্যাটে। আর তার অপর প্রান্তের ব্যাটসম্যানরা থাকেন আসা যাওয়ায়।
জাদেজা ও অশ্বিন দুই জনেই ৪ টি করে উইকেট শিকার করেন। জোড়া বোলিং আক্রমণে ২১৪ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার সাফল্য শুধু ভিলিয়ার্সের তাণ্ডবই। আর দ্বিতীয় টেস্টের শুরুতেই এই দুই ভারতীয় স্পিনারের চমকেই ঘুরছে ম্যাচ।
অশ্বিন ও জাদেজা ভারতের শীর্ষ বোলার। দুই জনে দলে থাকায় বেশ ছন্দে রয়েছে ভারত। ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে আর ৩ টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রথম টেস্টটিতে জয় পেয়েছে ভারত। দ্বিতীয় টেস্টেও শুভ সূচনা করেছে ভারত। সর্বশেষ খবরে ভারত ব্যাট হাতে কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান সংগ্রহ করেছে।
১৪ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর