স্পোর্টস ডেস্ক: ফিক্সিং বিতর্ক পাশ কাটিয়ে এক মৌসুম পর নভেম্বরের ২৪ তারিখ থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের তৃতীয় আসর।এবারের বিপিএল নিয়ে নিজ দলের পারফরমেন্স আর নিঁখাত ক্রিকেট বিনোদনের প্রত্যাশায় ভক্ত-সমর্থকরা।
বিপিএলের তৃতীয় আসরের জন্য ইতোমধ্যে ছয় ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হয়েছে। এখন চলছে দল গোছানোর কাজ। এরই মধ্যে ঢাকা আর নবাগত কুমিল্লা দলের নাম ঠিক কোরে ফেলেছে। কোচিং স্টাফ ও বিদেশি ক্রিকেটারের সঙ্গেও চলছে যোগাযোগ।
বিপিএলের প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ঢাকা। তারকায় ঠাসা; ঢাকা গ্ল্যাডিয়েটর্স জনপ্রিয়তায় অন্য সব দলগুলোকে ছাপিয়ে যায়। নজরকাড়া পারফর্মেন্সে সাফল্য ধরা দিলেও ফিক্সিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ গ্ল্যাডিয়েটর্স।
তৃতীয় আসরে ঢাকার মালিকানায় বেক্সিমকো। ঢাকার দলটা নিয়ে তাই আগ্রহ আরো বেড়েছে। দলের নাম ‘ঢাকা ডায়নামাইটস’। চূড়ান্ত হয়েছে টিম ম্যানেজার। তবে কোচিং স্টাফ নির্বাচন আর দল গোছানোয় সময় নিচ্ছে ম্যানেজমেন্ট।
১৮ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস