আজ কি নতুন মুখ রাব্বির মা-বাবার দুঃখ পূরণ করবেন মাশরাফি?
স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেটে আর একটি মাইলফলক যোগ হতে যাচ্ছে । কয়েকদিন আগে টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ।
এই পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হয়ে বাংলাদেশ সফরে আসে জিম্বাবুয়ে। এখান থেকে থেকেই ধারনা করা যায় অনেক কিছু। এই জিম্বাবুয়ে টাইগারদের কাছে লড়াইয়ে আসার সাহস পেয়েছে এটাই বড় কথা।
বাংলাদেশ ক্রিকেট দলে মাশরাফির প্রভাব কম নয়। নির্বাচকরা মাশরাফির পরামর্শকে মূল্যায়ন করে থাকেন। দলের তরুণদের প্রতি গভীর ভালোবাসা তার।
লিটন দাস বারবার বাজে ফর্ম করলেও তাকে একাদশে নিয়েছেন তিনি। কিন্তু অভিষেকের অপেক্ষায় থাকা কামরুল ইমলাম রাব্বিকে সুযোগ দেয়া হয়নি এখনো।
দেখতে দেখতে ওয়ানডে সিরিজ শেষ। কয়েক ঘণ্টা পরে শেষ হচ্ছে টি-টোয়েন্টি সিরিজও। ছেলে জাতীয় দলের হয়ে খেলবেন বলে স্বপ্ন দেখতেন রাব্বির মা-বাবা।
আজ কি রাব্বির মা-বাবার দু:খ পূরণ করবেন মাশরাফি? তবে সম্ভাবনা একবারেই ক্ষীণ। এভাবে অপেক্ষায় রাখলে তার মানসিক অবস্থা যে কেমন হতে পারে সেটা ধারনা করেই নেয়া যায়।
রনি তালুকদার ও লিটন দাসকেও এই কষ্ট সহ্য করতে হয়েছে। স্কোয়াডে থাকলেও সহসা একাদশে সুযোগ পাননি তারা। তবে কতটা কাঠখড় পোড়ানোর পরে জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ পান রাব্বি সেটা দেখার অপেক্ষা।
১৫ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর