ফাঁকা মাঠে গোল দিলেন মুশফিক-রাব্বি!
স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশের পর টি-টোয়েন্টিতেও জয় দিয়ে শুরু। আজ জিতলেই আরেকটি সিরিজ জয়ের উল্লাসে মাতবে বাংলাদেশ। নির্ভার টাইগারদের তাই গতকাল দিনটি ছুটিতে কেটেছে। সফরে একের পর এক হার দেখলেও জিম্বাবুয়ে ক্রিকেটাররা হোটেলেই কাটান গতকাল সারা দিন। ব্যতিক্রম শুধু বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
দুপুরে মিরপুর শেরে বাংলা মাঠে চলে আসেন তিনি। অনুশীলন কাটান ঘণ্টাখানেক সময়। বিশেষ করে ব্যাটিংয়েই সময় দেন। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানোর পর আর কোন ফিফটিরও দেখা পাননি দেশের সেরা এই উইকেট কিপার ব্যাটসম্যান। এমনকি প্রথম টি-টোয়েন্টিতেও মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন তিনি।
দেশের হয়ে মুশফিক খেলেছেন ৪৮ টেস্ট, ১৫৮ ওয়ানডে ও ৪২ টি- টোয়েন্টি। তবে যে কোন ম্যাচের দিন খেলা শুরুর অন্তত দুই ঘণ্টা আগেই মাঠে চলে আসেন তিনি। লম্বা সময় ধরে করেন ব্যাটিং অনুশীলন।
এমনকি খেলা বা অনুশীলন না থাকলেও তাকে দেখা যায় আপন মনে অনুশীলন করতে। গতকাল অনুশীলনে দেখা যায় জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা কামরুল ইসলাম রাব্বিকেও। ক্রিকেটের অনুশীলনে যেন ফাঁকা মাঠেই গোল দিলেন মুশফিক ও রাব্বি!
দেশের হয়ে মুশফিকুর রহিম টেস্ট অভিষেক হয় ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে। পরের বছরই তার ওয়ানডে ও টি-টোয়েন্টি অভিষেক হয়। এর আগে জাতীয় দলের দুই ফরমেটেই নেতৃত্ব দিচ্ছিলেন মুশফিকুর রহিম। যথারীতি সামলান উইকেটরক্ষকের দায়িত্বও।
কিন্তু তার কাঁধ থেকে বোঝা কমাতেই ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব তুলে দেয়া হয় মাশরাফি বিন মুর্তজার কাঁধে। বছরের শুরুতে আঙুলে চোটের কারণে তার পরিবর্তে দলে কিপার হিসেবে জায়গা নেন লিটন কুমার দাস।
অন্যদিকে গতকাল বাংলাদেশ দলের প্রায় সব সদস্যই ছিলেন ছুটির আমেজে। কেউ কেউ বাসায় গেছেন পরিবারও বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করতে। কেউ সারা দিন সময় কাটিয়েছেন হোটেলেই। তবে জিম ও সুইমিং করেছেন সবাই। সেই সঙ্গে সেরে নিয়েছেন টিম মিটিংটাও। রাতে একসঙ্গে ডিনার করবে টাইগাররা।-এম জমিন
১৫ নভেম্বর ২০১৫/ এমটিনিউজ২৪/হাবিব/এইচআর