রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫, ০১:০২:০৮

বিপর্জয়ের মুখে পড়া অস্ট্রেলিয়ার জন্য বড় ধরনের দুঃসংবাদ

বিপর্জয়ের মুখে পড়া অস্ট্রেলিয়ার জন্য বড় ধরনের দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার জন্য এবার বড় ধরনের দুঃসংবাদ। তরুণদের নিয়ে গড়া দল বলে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও অজুহাত তুলে এই অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ আছে বলে বাংলাদেশ সিরিজ নিয়ে অজুহাত তুলেছিল তারা। যাইহোক এই নিউজিল্যান্ডের বিপক্ষে লড়ছে অস্ট্রেলিয়া। এই সিরিজে দুর্দান্ত খেলে প্রথম টেস্টে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু দ্বিতীয় টেস্ট মাঠে গড়াতেই বড় ধরনের বিপর্জয় অস্ট্রেলিয়া শিবিরে। দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে সেঞ্চুরি করা ওসমান খাজাকে নিউজিল্যান্ডের বিপক্ষে আর পাচ্ছে না অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করার পরে আহত হন ওসমান খাজা। অসি টিমের চিকিৎসক ডেবিড ভেকি জানান, তাকে আর এই সিরিজে পাওয়া যাবে না। তার পরিবর্তে শন মার্শ ও ক্যামেরন ডাক পাচ্ছেন দলে। অন্যদিকে নিউজিল্যান্ড বেশ জবাব দিচ্ছে অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়া ৫৯৯ রান করে প্রথম ইনিংসে। এই রানের বিপরীতে এরই মধ্যে ৩ উইকেট হারিয়ে এরই মধ্যে ৩৬২ রান করেছে নিউজিল্যান্ড। বিগত কয়েকটি ম্যাচে দারুণ খেলে আসা ওসমান খাজার প্রয়োজনীয়তা এখন হয়তো বুঝতে পারবে অস্ট্রেলিয়া। এখন অসিদের বিপক্ষে বেশ ছন্দে নিউজিল্যন্ড। ১৫ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে