রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫, ০২:০৭:০০

টেন্ডুলকার-গাঙ্গুলির ব্যাটিং তাণ্ডবে ফের কেঁপে উঠল বিশ্ব!

টেন্ডুলকার-গাঙ্গুলির ব্যাটিং তাণ্ডবে ফের কেঁপে উঠল  বিশ্ব!

স্পোর্টস ডেস্ক : মোটেই হারিয়ে যানটি সকল ক্রিকেটারদের সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ভারতের আরেক তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে আগের রুপে না নতুন রুপে দেখা গেল সেটাই এখান বিবেচ্য বিষয়। চার-ছক্কার ঝড়ে আমেরিকার মাটি কাঁপিয়েছেন তারা। সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হয় এই ম্যাচের। তারকাদের ম্যাচ বলে ক্রিকেট বিশ্বের সবার নজর ছিল এই দিকে। ৩ ম্যাচের শেষ ম্যাচের শুরুতে ব্যাট করে শচীন টেন্ডুলকারের দল। ২০ ওভারের এই ম্যাচে ২১৯ রান করে শচীনরা। তবে ভাগ্যটা ভালো না টেন্ডুলকারের। শেন ওয়ার্নের দল এই রান টপকিয়েও জয় তুলে নেয়। টানা ৩ টি ম্যাচই জিতে নেয় শেন ওয়ার্নরা। তবে সেটা যাইহোক প্রীতি ম্যাচ বলে সিরিজ শেষে আনন্দের ছড়াছড়ি দুই পক্ষে। আর শেষ ম্যাচে শচীন ও গাঙ্গুলির পারফর্ম দৃষ্টি কেড়ে নেয়ার মত। দলের হয়ে ফিফটি করেছেন দুই জনেই। এই দুটি হাফসেঞ্চুরিই আসে শচীনের দলে। শচীন মাত্র ২৭ বলে করেন ৫৬ রান। এখানে ২টি চার ও ৬ টি ৬ মারেন টেন্ডুলকার। গাঙ্গুলি ৩৭ বলে করেন ফিফটি। ৩টি করে চার-ছয় ছিল এখানে। এখানে বোলার হিসাবে ছিলেন বিশ্বতারকারাই। তাদের বিরুদ্ধে ব্যাট হাতে এখনও ঝলক দেখাতে পারেন তারা। ১৫ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে