প্যারিসে হামলায় বিশ্ব ক্রিকেটারদের শোক বার্তা
স্পোর্টস ডেস্ক: গত শুক্রবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে ঘটে গেল স্মরণকালের নির্মম ভয়াবহতা। ঘটনার দিন রাতে প্যারিসের ছয়টি পৃথক স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। তাদের আত্মঘাতী বোমা হামলা ও এলোপাতাড়ি গুলিতে নিহত হন অন্তত ১৫৩ জন সাধারণ মানুষ। এছাড়া আহত হয়েছে আরো ২০০ জন। আর এমন ভয়াবহ ঘটনার পর শোক ও নিন্দা জানিয়েছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।
ঘটনার দিন রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে বাতাক্লঁ থিয়েটার হলে ও ‘স্তেদে দ্য ফ্রান্স’ স্টেডিয়াম সংলগ্ন এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালায় সন্ত্রাসীরা। এছাড়া সেন্ট ডেনিসেও হামলা চালায় বন্দুকধারীরা।
ফ্রান্সের সঙ্গে জার্মান ফুটবল টিমের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কিছু পর স্তেদে দ্যা ফ্রান্স স্টেডিয়াম সংলগ্ন এলাকায় আত্মঘাতী বোমা হামলায় চালায় সন্ত্রাসীরা। এ সময় আতঙ্কিত হয়ে দর্শকরা ছুটোছুটি করতে থাকেন। দর্শক সারিতে ছিলেন ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদও। বন্ধুকধারীদের গুলিতে স্টেডিয়ামের তিন জন দর্শক নিহত হয়।
এমন নিন্দনীয় হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শোক ও ক্ষোভ জানিয়েছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। নিচে ক্রিকেটারদের মতামত তুলে ধরা হলো।
কেভিন পিটারসেন: কি হচ্ছে প্যারিসে? এটা জঘন্য ঘটনা। সবাই দোয়া করুন।
মাহেলা জয়াবর্ধনে: প্যারিসে যা হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করছি। মানুষকে হত্যা করা জঘন্নতম কাজ। হতাহতদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই।
শেন ওয়ার্ন: প্যারিসের ঘটনায় শোক প্রকাশ করছি।
ফাফ ডু প্লেসিস: এটি একটি ভয়ানক খবর। যারা ক্ষতিগ্রস্থ হয়েছে সবার জন্য দোয় করুন।
ডেভিড ওয়ার্নার: প্যারিসের ঘটনায় আমি শোকাহত। ফ্রেঞ্চ জনগণের প্রতি আমার সমবেদনা রইল।
ম্যাথিউ হগার্ড: কিভাবে মানুষ নিরীহদের ওপর হামলা করতে পারে? এটা মানুষের মধ্যে একটি খারাপ প্রতিযোগিতা।
মুশফিকুর রহিম : সকালে ঘুম থেকে উঠে খুব খারাপ খবর শুনলাম। আসুন, প্যারিসের সবার জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাদের সহায় হোন।
১৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর