সন্ত্রাসী হামলায় ফ্রেঞ্চ ফুটবলারের বোন নিহত
স্পোর্টস ডেস্ক : প্যারিসে অনুষ্ঠিত হয় ফ্রান্স-জার্মানীর ফুটবল লড়াই। এই লড়াইয়ে জার্মানীকে ২-০ গোলে হারিয়ে ফ্রান্স জয় পেলেও তা পরে রুপ নেয় বেদনায়।
আচমকা সন্ত্রাসী হামলায় দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়। স্টেডিয়ামের ফুটবলাররা টার্গেট ছিল হামলাকারীদের। এই হামলার ঘটনায় ফ্রান্স জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার লাসানা দিয়ারার বোন আস্তা দিয়াকিত মারা গেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ারা জানান, সে ছিল তার বড় বোন। ফান্সের অপর এক ফরোয়ার্ড আন্তোয়ান গ্রিজমানের বোনও হামলার শিকার হয়ে মৃত্যুর সাথে লড়ছেন।
খেলার ৮০ মিনিটের সময় যুক্তরাষ্ট্রের রক ব্যান্ড ঈগলস অব ডেথ মেটাল সঙ্গীত পরিবেশন করার সময় বাটাক্লঁ থিয়েটারে বন্দুকধারীরা ঢুকে পড়ে। তাদের গুলিতে ও বোমা বিস্ফোরণে স্তব্ধ হয়ে যায় সবকিছু। ঘটে ন্যাক্কারজনক ঘটনা।
১৫ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর